মেকআপের ভুলেই কি ক্ষতি হচ্ছে ত্বকের? ছবি: শাটারস্টক।
এখন সমাজমাধ্যম থেকে শিখে অনেকেই মেকআপ করতে পারদর্শী। স্মোকি আই লুক থেকে নো মেকআপ লুক— সবেতেই সিদ্ধহস্ত? মেকআপ করার সময় আমরা যতটা যত্নশীল হই, মেকআপ সামগ্রীর প্রতি আমাদের ততই অবহেলা। নানা রঙের আইশ্যাডো আর লিপস্টিকে ভরা বাক্সটির এক কোণে পড়ে থাকে কিছু স্পঞ্জ আর ব্রাশ। দিনের পর দিন ওই ব্রাশের উপরেই কখনও লাগছে লাল ব্লাশ, কখনও আবার গোলাপি আইশ্যাডো। সৌন্দর্য যে বাড়ছে, তা নিয়ে সন্দেহ নেই, কিন্তু ত্বকের স্বাস্থ্য?
মেকআপ করলেই অনেকের মুখভর্তি ব্রণ হয়ে যায়। তার একটি কারণ হতে পারে মেকআপের জন্য ব্যবহৃত ব্রাশ। ঠিক যেমন গায়ের জামা, বিছানার চাদর নিয়ম করে কাচা হয়, তেমনই নিয়ম মেনে সাফ করতে হয় মেকআপ ব্রাশও। কিন্তু সেই দিকে হুঁশ থাকে না অনেকেরই। আর তাই পুরনো মেকআপের অংশ, শরীরের মৃত কোষ, জীবাণু— সব লেগে থাকে এই সব ব্রাশে। যা বার বার ব্যবহার করলে অ্যালার্জি, ব্রণ, ত্বকের সংক্রমণের সমতো সমস্যা হতে পারে।
সামান্য সতর্ক হলেই ত্বকের সংক্রমণের ঝুঁকি এড়ানো যায়। জেনে নিন সহজেই কী ভাবে মেকআপের ব্রাশ পরিষ্কার করবেন।
১) সবার আগে একটি পাত্রে উষ্ণ জল নিয়ে তাতে ব্রাশগুলি ভিজিয়ে রাখুন আধ ঘণ্টার জন্য।
২) তার পর কিছুটা হ্যান্ডওয়াশ কিংবা শ্যাম্পু নিয়ে ব্রাশের মুখে ভাল ভাবে লাগিয়ে নিন।
৩) ধীরে ধীরে ব্রাশের মাথাগুলি আঙুল দিয়ে ঘষে পরিষ্কার করুন।
৪) এ বার কলের তলায় ধরে ঠান্ডা জলে ব্রাশগুলি ধুয়ে ফেলুন।
৫) কোনও তোয়ালে কিংবা টিস্যু দিয়ে ব্রাশগুলি মুছবেন না, ব্রাশের মুখ নষ্ট হয়ে যেতে পারে।
৬) ব্রাশের মাথা নীচের দিকে করে রোদে শোকানোর জন্য রেখে দিন, খেয়াল রাখবেন যাতে ব্রাশের মুখ বেঁকে না যায়।