রূপটানে এই উপাদানগুলি ব্যবহার করেন? এখনই সাবধান হন!
ত্বক নিয়ে সারা বছর আমরা নানা সমস্যায় ভুগি। সেই সব সমস্যার মোকাবিলার জন্য ব্যবহার করি নামী-দামি সংস্থার প্রসাধনী। শুধু তা-ই নয়, চটজলদি ত্বকের জেল্লা ফেরাতে নানা ঘরোয়া পরিচর্যার উপরেও আমরা ভরসা করি। ত্বক পরিচর্যায় প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেই আপনি নিশ্চিত, যে ফল মিলবে হাতেনাতে! কিন্তু জানেন কি সব প্রাকৃতিক উপাদান যে আপনার ত্বকের জন্য ভাল না-ও হতে পারে। যে কোনও বাজার চলতি প্রসাধনী হোক কিংবা ঘরোয়া প্যাক, মুখে কী মাখছেন সে বিষয় বিশেষ ভাবে সতর্ক থাকুন।
নেটমাধ্যমে গেলেই আপনি হাজার রকমের রূপচর্চার টোটকা খুঁজে পাবেন। অনেক ক্ষেত্রে প্রাকৃতিক উপাদান ব্যবহার করলেও ত্বকে কালচে দাগ পড়তে পারে, র্যাশ বেরোতে পারে এমনকি ত্বকের চামড়া পুড়েও যেতে পারে। তাই আখেরে ক্ষতি হতে পারে এমন কোনও উপাদান ত্বকে প্রয়োগ না করাই ভাল।
কোন উপাদানগুলি ভুলেও মুখে প্রয়োগ করবেন না, জেনে নিন।
১) পাতিলেবু: অনেক ফেসপ্যাকেই নানা প্রাকৃতিক উপাদানের সঙ্গে লেবুর রসও ব্যবহার করা হয়। সেই প্যাক মুখে লাগালে মুখের কালো দাগছোপ দূর হয়, ত্বকের জেল্লা ফেরাতেও কাজে আসে। ফেসপ্যাকে লেবুর রস ব্যবহারে অনেকের ক্ষেত্রেই কাজ দেয়। তবে শুধু লেবুর রস মুখে লাগেলেই বিপদ। লেবুর রসের প্রকৃতি অত্যন্ত অ্যাসিডধর্মী। মুখে সরাসরি লেবুর রস প্রয়োগ করলে আপনার ত্বক পুড়েও যেতে পারে।
২) গরম জল: গরম জল দিয়ে মুখ ধুলে ত্বক ভীষণ মাত্রায় শুষ্ক হয়ে যায়। স্টিম ফেশিয়াল করাতেই পারেন তবে সরাসরি গরম জলে মুখ ধোবেন না কখনওই। মেকআপ পরিষ্কার করার সময়ে গরম জলে খানিকটা ঠান্ডা জল মিশিয়ে ঈষদুষ্ণ করে তার পরেই মুখে প্রয়োগ করুন। এতে ত্বকে পিএইচ এর ভারসাম্য বজায় থাকে।
প্রতীকী ছবি
৩) টুথপেস্ট: নেটমাধ্যমের অনেক ভিডিয়োতেই দেখবেন চটজলদি ব্রণ কমাতে টুথপেস্টের ব্যবহার করা হয়। ত্বকে টুথপেস্ট লাগালে মেলানিন বেশি তৈরি হয় ফলে জায়গাটা কালো হয়ে যেতে পারে। তাই নুখে কখনই টুথপেস্ট প্রয়োগ করা উচিত নয়।
৪) চিনি: অনেকেই ঘরোয়া স্ক্রাব তৈরির সময়ে চিনি বা ব্রাউন সুগার ব্যবহার করেন। চিনি ত্বকের মৃত কোষ দূর করতে দারুণ উপকারী। এই উপাদান কিন্তু আপনার মুখের কোমল চামড়ার ক্ষতি করতে পারে। তাই মুখের স্ক্রাব তৈরির সময় চিনি এড়িয়ে যাওয়াই ভাল।
৫) ওয়াক্স: মুখের ত্বক অনেক বেশি কোমল হয়। হাতে-পায়ের রোম তুলতে ওয়াক্স ব্যবহার করা হলেও মুখে এর ব্যবহার একেবারেই উচিত্ নয়। মুখের রোম তুলতে থ্রেডিং করা কিংবা রেজার ব্যবহার করাই শ্রেয়।