Skincare

Skincare: টোনার সম্পর্কে এই পাঁচটি ভুল ধারণা কি আপনারও আছে?

স্ক্রাবারের পরিবর্তে শুধুমাত্র টোনার ব্যবহারেই ত্বকের মৃত কোষের বিড়ম্বনার হাত থেকে মুক্তি পাওয়া যায়— এমনটাই ভাবেন অনেকে। এই ধারণা একদম ভুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২২ ১৯:১৪
Share:

অনেকেই ক্লিনজারের বিকল্প হিসাবে টোনার ব্যবহার করেন। ছবি: সংগৃহীত

রূপচর্চায় টোনার ব্যবহার করেন? টোনার ব্যবহারে আপনার ত্বকের হারানো জেল্লা যেমন ফিরে আসে, তেমনই ত্বকের আর্দ্রভাব বজায় রাখার জন্য টোনারের কোনও তুলনা নেই। এই টোনার সম্পর্কে ভুল ধারণা রয়েছে অনেকেরই।

Advertisement

আপনিও কি এমনটাই মনে করেন?

অনেকেই ক্লিনজারের বিকল্প হিসাবে টোনার ব্যবহার করেন। তবে এমনটা কখনওই করা উচিত নয়। কারণ বিশেষজ্ঞদের দাবি, মুখ ভাল করে পরিষ্কার করার পরেও আপনার ত্বকে থাকা ব্যাক্টিরিয়া, বাড়তি তেল, মৃত কোষকে পরিষ্কার করতে টোনার ব্যবহার করা হয়। তাই টোনার কখনওই ক্লিনজারের বিকল্প হতে পারে না।

Advertisement

অনেকেই মনে হয় টোনার ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যায়। এই ধারণা একেবারেই ঠিক নয়। বিভিন্ন ধরনের টোনারে ভিন্ন উপাদান থাকে। এক-একটির কাজ তাই এক-এক রকম। তাই আপনি কী রকম টোনার কিনছেন, তার উপরেই তৈলাক্ত কিংবা শুষ্কতা নির্ভর করে।

স্ক্রাবারের পরিবর্তে শুধুমাত্র টোনার ব্যবহারেই ত্বকের মৃত কোষের বিড়ম্বনার হাত থেকে মুক্তি পাওয়া যায়— এমনটাই ভাবেন অনেকে। এই ধারণা একদম ভুল। আপনার ত্বকের ঔজ্জ্বল্য ফেরাতে সাহায্য করতে পারে টোনার। তবে তা কখনওই সম্পূর্ণ ভাবে আপনার ত্বককে মৃত কোষমুক্ত করতে পারে না।

প্রতীকী ছবি

ব্রণর সমস্যায় টোনার ব্যবহার করলে সমাধান মিলবে এমনটিও নয়। অতিরিক্ত তৈলাক্ত ত্বক হলে তা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে টোনার। তার ফলে ব্রণর সমস্যা থেকে সামান্য হলেও মুক্তি মেলে।

অনেকের ভাবনা স্পর্শকাতর ত্বকে টোনার ব্যবহার করা কখনওই উচিত নয়। বিভিন্ন ত্বকের সঙ্গে মানানসই টোনার বাজারে এনেছে। শুধু আপনাকে ত্বকের চরিত্র অনুযায়ী বুঝে তা কিনতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement