ভ্রু আঁকার সময় কোন ভুল করবেন না? ছবি: শাটারস্টক।
উৎসব-অনুষ্ঠানে নিজেকে আকর্ষণীয় করতে সব মেয়েই কমবেশি ভালবাসেন। তবে রূপটান যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনই রূপটানের সময় সামান্যতম ভুলও কিন্তু ত্বকে বয়সের ছাপ স্পষ্ট করে দিতে পারে। অনেকেই মেকআপ করতে চান না বেশি বয়স্ক দেখায় বলে। রূপটানের সময় কোন ভুলগুলি এড়িয়ে চললে আর এমনটা হবে না?
১) অতিরিক্ত ফাউন্ডেশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। রূপটানের ক্ষেত্রে ফাউন্ডেশন অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত ফাউন্ডেশন না ব্যবহার করাই ভাল।
মেকআপের সময় কোন ভুল বাড়িয়ে দিতে পরে বয়স? ছবি: শাটারস্টক।
২) শুধু ফাউন্ডেশন নয়, অতিরিক্ত ফেস পাউডারের ব্যবহার ত্বকে বয়সের ছাপ স্পষ্ট করে তুলতে পারে। বেস মেকআপ যত হালকা হবে, ততই ভাল হবে আপনার মেকআপ।
৩) ভ্রু আঁকার সময় সচেতন থাকতে হবে। খুব মোটা ভ্রু করে নিলে কিংবা গাঢ় করে ভ্রু আঁকলে আপনাকে বয়সের তুলনা বেশি বয়স্ক লাগতে পরে।
৪) যথাসম্ভব কম ব্লাশ অন ব্যবহার করাই ভাল। অতিরিক্ত ব্লাশ অন ব্যবহার করলে গালের দু'পাশের চামড়া ঝুলে গেছে বলে মনে হয়।
৫) অনেকে ম্যাট লিপস্টিক পরতে ভালবাসেন। তবে চেহারার সঙ্গে মানানসই ম্যাট লিপস্টিক না পরলে মুখে বয়সের ছাপ প্রকট হয়ে ওঠার সম্ভাবনা থাকে।