Winter Skin Care

শীতে ক্রিম মেখেও মুখ খসখসে হয়ে যাচ্ছে? ঘরোয়া ফেসপ্যাকে ভরসা করে দেখবেন নাকি

ত্বক আর্দ্র ও মসৃণ এবং সুস্থ রাখতে শুধু বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেই হবে না, প্রাকৃতিক ভাবেও ত্বকের যত্ন নিতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৮:০১
Share:

ছবি: সংগৃহীত।

কেউ বাজারচলতি প্রসাধনীর উপর নির্ভর করেন, কেউ বা ঘরোয়া পদ্ধতিতেই ভরসা রাখেন। এত কিছু করার পরেও অনেক সময় আশানুরূপ ফল পাওয়া যায় না। ত্বক আর্দ্র, মসৃণ এবং সুস্থ রাখতে শুধু বিভিন্ন প্রসাধনী ব্যবহার করলেই হবে না, প্রাকৃতিক ভাবেও ত্বকের যত্ন নিতে হবে। রইল তারই হদিস।

Advertisement

কফি ও চকোলেট

এই দু’টি উপাদানই ত্বকের বলিরেখা ও পোড়া ভাব দূর করতে সাহায্য করে। এ ছাড়াও সূর্যের ইউভি রশ্মির বিরুদ্ধে ত্বকের সুরক্ষা প্রদান করার পাশাপাশি ত্বকের মসৃণতা বজায় রাখে। চকোলেট পাউডার, দই ও কফি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে সপ্তাহে দু’দিন ব্যবহার করতে পারেন, উপকার পাবেন।

Advertisement

টম্যাটো ও গোলাপজল

ত্বকের আর্দ্রতার জন্য গোলাপজল ও টম্যাটো— দুই-ই ভীষণ কার্যকর। প্রাকৃতিক টোনার হিসাবেও খুব ভাল কাজ করে এই দু’টি উপাদানের মিশ্রণ। সম পরিমাণ টম্যাটোর রস ও গোলাপজল তুলোয় নিয়ে মুখে থুপে নিতে পারেন। এই দু’টি উপাদানেই রয়েছে ভরপুর ভিটামিন এ, সি, এবং অ্যান্টিঅক্সিড্যান্ট। যা ত্বক কোমল করার পাশাপাশি ত্বকের উন্মুক্ত ছিদ্রগুলিও বন্ধ করতে সাহায্য করে।

মধু, ওট্‌স এবং দুধ

এই তিনটি উপাদান ত্বক মসৃণ ও কোমল রাখতে ভীষণ সাহায্য করে। মিক্সিতে ওট্‌স পিষে তার সঙ্গে মধু এবং দুধ মিশিয়ে তৈরি করে মিশ্রণটি ত্বকে লাগাতে পারেন। ত্বকের অ্যান্টিঅক্সিড্যান্ট হিসাবে কাজ করে এই মিশ্রণটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement