উজ্জ্বল ত্বকের রহস্য। ছবি: সংগৃহীত।
সারা সপ্তাহ কাটে চরম ব্যস্ততায়। নিজের দিকে তাকানোর সময়টুকু পর্যন্ত থাকে না। এদিকে পুজো প্রায় চলেই এসেছে। পার্লারে যাওয়া তো দূর, বাড়ি বসে ত্বকের যত্ন নেওয়ার ফুরসত পাওয়া যাচ্ছে না। তবে পুজোর আগে নিজেকে একটু না সাজালেও মনটা খুঁত খুঁত করে। তবে বেশ কয়েকটি ফেসপ্যাক রয়েছে। যেগুলি ছুটির দিনে ব্যবহার করলে উপকার পেতে পারেন।
মধু এবং হলুদ
ত্বকের জন্য দু’টিই ভীষণ উপকারী। মধু, হলুদ গুঁড়ো, লেবুর রস এবং গ্রিক ইয়োগার্ট— এই উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে একটি প্যাক বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বক হবে মসৃণ।
অ্যালো ভেরা এবং শসা
ত্বকের খেয়াল রাখতে অ্যালো ভেরার জুড়ি মেলা ভার। সেই সঙ্গে যদি জুটি বাঁধে শসা, তা হলে ত্বকের জেল্লা ধরে রাখা কঠিন নয়। অ্যালো ভেরা জেলের সঙ্গে শসার রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। তার পর গোটা মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে এলে ধুয়ে নিন। এই ফেস প্যাকের ব্যবহারে ট্যানও দূর করা সম্ভব।
দুধ এবং হলুদ
ত্বকের মৃত কোষ দূর করতে সিদ্ধহস্ত দুধ। ছুটির দিনে বেশি চিন্তা না করে দুধ এবং হলুদ দিয়ে বানিয়ে নিন একটি ফেস প্যাক। স্নানের আগে সারা মুখে ফেস প্যাকটি লাগিয়ে নিন। আলতো হাতে মালিশ করেও নিতে পারেন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন।