Silver

Cleaning Tips: রুপোর গয়না কালো হয়ে যাচ্ছে? কী ভাবে রং ফেরাবেন

রুপোর জিনিস কিনতে এবং ব্যবহার করতে অনেকেই পছন্দ করেন। কিন্তু সাফ করার কথা শুনলেই যেন গায়ে জ্বর আসে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২২ ১৮:৩৯
Share:

প্রতীকী ছবি।

খোলা জায়গায় রাখলে খুব দ্রুত জেল্লা হারাতে থাকে রুপো। তা সে গয়নাই হোক বা রুপোর থালা-বাসন। কিন্তু চকচকে না থাকলে রুপোর গয়না পরতেও ভাল লাগে না। তাই নিয়মিত পরিষ্কার করতে থাকতে হয় রুপোর সব জিনিস।

Advertisement

রুপোর জিনিস কিনতে এবং ব্যবহার করতে অনেকেই পছন্দ করেন। কিন্তু সাফ করার কথা শুনলেই যেন গায়ে জ্বর আসে। অথচ, রুপো পরিষ্কার করা কিন্তু তেমন কঠিন কাজ নয়। তা যেমন ঝট করে কালো হয়ে যায়, তেমন দ্রুত ফেরানোও যায় রুপোর চমক।

কী ভাবে পরিষ্কার করবেন রুপোর জিনিস?

Advertisement

প্রথমে একটি পাত্রে জল নিয়ে হালকা গরম করুন। তার পর তাতে তরল সাবান ফেলে গুলে নিন। সাবান গোলা সেই উষ্ণ জলে রুপোর গয়নাগুলি ডুবিয়ে রাখুন।

ইতিমধ্যে দু’টি আলু সেদ্ধ করুন খানিকটা জলে। সেদ্ধ হওয়ার পর আলু দু’টি সরিয়ে নিন। সেই জলটি ব্যবহার করতে হবে।

প্রতীকী ছবি।

সাবান জল থেকে রুপোর গয়নাগুলি তুলে শুকনো কাপড় দিয়ে মুছে নিন। তার পর আলু সেদ্ধ করা জলে আবার ডুবিয়ে রাখুন গয়নাগুলি। মিনিট পনেরো পরে গয়না তুলে নিয়ে ভাল ভাবে প্রথমে ভিজে কাপড় এবং পরে শুনো কাপড় দিয়ে মুছুন। দেখবেন, গয়নার জেল্লা ফিরে এসেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement