পার্টিতে কী ভাবে চুল বাঁধলে ভাল লাগবে, শিখে নিন কৌশল? ছবি: সংগৃহীত।
বড়দিন হোক বা নববর্ষের পার্টি— সাজগোজ যতই করুন না কেন, ঠিকমতো কেশসজ্জা না করতে পারলে পুরো সাজটাই মাটি। চুল ছোট হোক বা বড়, কী ভাবে চুল বাঁধলে দেখতে ভাল লাগবে, তা নিয়ে ভাবনার শেষ থাকে না। ধোপদুরস্ত পোশাকের সঙ্গে মানানসই চুলের কায়দা হওয়া চাই। লম্বা চুল বেশি ক্ষণ ছেড়ে রাখলেই জট পেকে যায়। আবার ছোট চুলে ঠিকমতো কেশসজ্জা না করতে পারলে ভাল লাগবে না। জেনে নিন কম সময়ে কী ভাবে, কোন কেশসজ্জায় রূপ খুলবে? অনন্যা পাণ্ডে, আলিয়া ভট্ট থেকে সোনম কপূর— কে কেমন ভাবে চুল বেঁধেছে দেখে নিন।
অনন্যার স্লিক হাই পনিটেল
অনন্যার স্লিক হাই পনিটেল। ছবি: সংগৃহীত।
চুল লম্বা বা মাঝারি হলে স্লিক পনিটেল খুবই ভাল লাগবে। ভাল করে আঁচড়ে উঁচু করে পনিটেল করে নিন। চুল ছোট ও ঘন হলে ওয়াটারফল ব্রেড বা হাফ পনিটেলও করতে পারেন।
খোলা চুলে মোহময়ী করিনাখোল
করিনার হেয়ারস্টাইল। ছবি: সংগৃহীত।
হালকা কার্ল করে চুল খোলা রেখে দিতে পারেন করিনার মতো। চুল মাঝারি দৈর্ঘ্যের হলে ‘সাইড ওপেন’ করতে পারেন। স্ট্রেট চুল খোলা রাখলে স্যুট বা শাড়ি সবের সঙ্গেই মানিয়ে যায়।
ক্যাটরিনার মেসি বান
ক্যাটরিনার মতো চুল বাঁধতে চান? ছবি: সংগৃহীত।
চুলে হালকা কার্ল থাকলে এমন ভাবে চুল বাঁধা যেতে পারে। আলগা ভাবে খোঁপা করুন, একটু যেন অগোছালো দেখায়। সঙ্গে জুড়ে দিন হাল্কা এবং সুন্দর একটা কাঁটা।
দীপিকার লো সাইড বান
দীপিকার মতো চুল বাঁধার কৌশল জেনে নিন। ছবি: সংগৃহীত।
একটু নিচু করে খোঁপা বাঁধতে হবে। এই বান করার জন্য প্রথমে চুল পাফ করতে হবে। তাতে চুলের ঘনত্ব বাড়বে। এর পর পুরো চুল কার্ল করে নিতে হবে। সাইড পার্টিং করে কার্ল করা চুল দিয়ে বান করুন। পশ্চিমী তো বটেই, যে কোনও সাবেকি পোশাকের সঙ্গেও বেশ যাবে।