চিনি দিয়ে হোক রূপচর্চা। ছবি: সংগৃহীত।
ছিপছিপে থাকবেন বলে চিনি এড়িয়ে চলেন অনেকেই। চিনি না খাওয়া নিঃসন্দেহে স্বাস্থ্যকর অভ্যাস। তবে শুধু মিষ্টি এড়িয়ে চললে হবে না, রান্নাতেও চিনি ব্যবহার করা বন্ধ করতে হবে। চিনি না খেলেও, শীতে মাখলে ত্বকের অনেক সমস্যার সমাধান হবে। ঠান্ডায় এমনিতেই ত্বকে শুষ্ক ভাব বিরাজ করে। তা ছাড়া শীতকাল পড়তেই ত্বকের হাজার একটা সমস্যা মাথাচা়ড়া দিয়ে ওঠে। সেগুলির সঙ্গে মোকাবিলা করতে হাতিয়ার হতে পারে চিনি। কোন সমস্যায় কী ভাবে ব্যবহার করবেন?
স্ক্রাবার হিসাবে
ত্বকে জমে থাকা মৃত কোষ দূর করতে ওস্তাদ চিনি। নারকেল তেলের সঙ্গে ১ চামচ চিনি মিশিয়ে আলতো হাতে মুখে ঘষুন। চিনি গলে না যাওয়া পর্যন্ত, আলতো হাতে মুখে ঘষতে থাকুন। ভাল করে স্ক্রাবিং হলে মৃত কোষ উঠে ত্বক হবে ঝলমলে।
ঠোঁটের যত্নে
শীতকাল মানেই ঠোঁট ফেটে চৌচির। ফাঁটা ঠোঁটের মেরামতিতে সাহায্য করতে পারে বিটের রস এবং চিনি। এই দুইয়ের মিশ্রণ ঠোঁটে লাগিয়ে কিছু ক্ষণ অপেক্ষা করুন। ঘরোয়া এই টোটকায় ঠোঁট মসৃণ হবে।
স্ট্রেচমার্ক তাড়াতে
অনেক সময় শরীরের বিভিন্ন অংশে নানা স্ট্রেচ মার্ক দেখতে পাওয়া যায়। আর এই দাগ এমনই জেদি যে, সহজে যেতে চায় না। চিনি এক্ষেত্রে সাহায্য করতে পারে। চিনি, কফির গুঁড়ো আর মধু মিশিয়ে স্ট্রেচ মার্কের অংশে প্রলেপ লাগিয়ে দেন। কয়েক দিনেই সুফল পাবেন।