Narendra Modi

বারাণসী গণধর্ষণকাণ্ড: নিজের কেন্দ্রে পৌঁছেই অভিযুক্তদের কঠোরতম শাস্তির নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর

তরুণীকে গণধর্ষণের ঘটনায় ২৩ জন অভিষুক্তের মধ্যে ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৪:৩৪
Share:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

নিজের সংসদীয় কেন্দ্র বারাণসী পৌঁছেই গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার পঞ্চদশ বারের জন্য বারাণসীতে পৌঁছেছেন মোদী। গত কয়েক দিন ধরেই এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের আবহ তৈরি হয়েছে বারাণসীতে। সেই আবহে প্রধানমন্ত্রী বারাণসী পৌঁছেই এই ঘটনা সম্পর্কে তথ্য চান বলে সূত্রের খবর। তার পরই তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।

Advertisement

নিজের সংসদীয় কেন্দ্র পা রাখার পর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে ছিলেন পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার এবং বারাণসীর জেলাশাসক-সহ শীর্ষ আধিকারিকেরা। সূত্রের খবর, সেই বৈঠকে বারাণসীতে তরুণীর গণধর্ষণ বিষয়টি নিয়ে জানানো হয় প্রধানমন্ত্রীকে, যা ঘিরে শহরে ক্ষোভের আগুন জ্বলছে গত কয়েক দিন ধরেই।

রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, এই অপরাধের কথা শোনার পর প্রধানমন্ত্রী অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। শুধু তা-ই নয়, এই ধরনের ঘটনা যাতে আগামী দিন রোখা যায়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপেরও নির্দেশ দিয়েছেন। তরুণীকে গণধর্ষণের ঘটনায় ২৩ জন অভিযুক্তের মধ্যে ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

Advertisement

গত ৪ এপ্রিল তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে পুলিশ। ৩ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন তরুণী। অভিযোগ, এক বন্ধু তাঁকে পিশাচ মোচন এলাকার একটি হুক্কা বারে নিয়ে যান। সেখানে আরও কয়েক জন তাঁদের সঙ্গে যোগ দেন। নির্যাতিতার অভিযোগ, পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে তাঁকে খাওয়ানো হয়। তার পর সিগরা এলাকার কয়েকটি হস্টেলে নিয়ে গিয়ে সাত দিন ধরে ২৩ জন মিলে গণধর্ষণ করেন বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement