viral video

‘আন্নানা পাথিয়া’, তাইল্যান্ডের গানের তালে নিখুঁত নেচে সমাজমাধ্যমে ঝড় তুলল খুদে পড়ুয়ারা! ১০ কোটি বার দেখা হল ভিডিয়ো

‘আন্নানা পাথিয়া, আপতা কেঠিয়া?’— এই জনপ্রিয় গানের সুর শোনেননি, এমন মানুষ খুব কমই রয়েছেন। ইদানীং সমাজমাধ্যমের পাতা খুললেই এই গানটির ভিডিয়ো চোখে পড়ছে। এ বার সেই মজাদার গানের তালে নেচে ঝড় তুলল তামিলনাড়ুর স্কুলের এক দল খুদে পড়ুয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৫ ১৪:২৭
Share:
students of Tamil Nadu School singing and dancing the catchy Thai song

ছবি: সংগৃহীত।

গত কয়েক সপ্তাহ ধরে সমাজমাধ্যমে ঝড় তুলেছে তাইল্যান্ডের একটি গান। গানের ভাষা বুঝতে একটু অসুবিধা হলেও তার সুরে মজেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ‘আন্নানা পাথিয়া, আপতা কেঠিয়া?’— এই জনপ্রিয় গানের সুর শোনেননি, এমন মানুষ কমই রয়েছেন। ইদানীং সমাজমাধ্যমের পাতা খুললেই এই গানটির ভিডিয়ো চোখে পড়ছে। এ বার সেই মজাদার গানের তালে নেচে ঝড় তুলল তামিলনাড়ুর স্কুলের এক দল খুদে পড়ুয়া। ভিডিয়োটি পোস্ট হতেই তা নজর কেড়েছে সমাজমাধ্যমের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্কুলের পোশাক পরে কয়েক জন স্কুল ছাত্র-ছাত্রী মাইক হাতে এই মজার গানটি গেয়ে কোমর দোলাচ্ছে। কয়েক সেকেন্ডের এই ভিডিয়োটি মাত্র কয়েক দিনেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। সংবাদমাধ্যমে বলা হয়েছে, এই ভিডিয়োটি তামিলনাড়ুর থেরকামুরের মেলুর পঞ্চায়েতের ইউনিয়ন কিন্ডারগার্টেন অ্যান্ড মিডল স্কুলের এক জন শিক্ষক পোস্ট করেছিলেন। সেখানে দেখা গিয়েছে, এক দল ছেলেমেয়ে তাই গানটির সঙ্গে গান গাইছে এবং নাচছে। তারা স্কুলের পোশাক পরে। খুদেরা নিখুঁত ভাবে গানটি গেয়েছে এবং সঠিক তালে গানটির সঙ্গে নেচেছে। নাচের সময়ে তাদের মধ্যে যে স্বতঃস্ফূর্ত আনন্দ এবং উত্তেজনা হয়েছে, তা ভিডিয়োয় স্পষ্ট ফুটে উঠেছে। ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করে তাদের শিক্ষক লিখেছেন, “তাই গানের নতুন সংস্করণ এসে গিয়েছে।”

তামিলনাড়ুর স্কুলের ছাত্রছাত্রীদের গান ও নাচের ভিডিয়োটি ১০ কোটি বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে ৫৪ লক্ষ নেটমাধ্যম ব্যবহারকারী ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন। মন্তব্য বিভাগ ভালবাসায় ভরিয়ে দিয়েছেন দর্শকেরা। এক জন লিখেছেন, ‘‘আসল ভিডিয়োয় এত লাইক নেই।’’ অন্য এক জনের মন্তব্য, ‘‘এত সুন্দর ভিডিয়ো বার বার দেখতে মন চাইছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement