অভিনেত্রী এবং সমাজমাধ্যম প্রভাবী ছবি মিত্তল। ছবি: সংগৃহীত
ত্বকের যত্ন নিতে গেলে খুব বেশি কিছু করতে হয় না। নিয়মিত ক্লিনজ়িং, টোনিং এবং ময়েশ্চারাইজিং (সিটিএম) করলেই অনেক সমস্যার সমাধান হয়ে যায়। তবে যাঁদের প্রয়োজনে প্রায় রোজই চড়া মেকআপ করতে হয়, তাঁদের ক্ষেত্রে শুধু ‘সিটিএম’ করলে চলবে না। যে ভাবে যত্ন নিয়ে প্রসাধনীর সাহায্যে একটির পর একটি স্তরে মুখ আঁকা হয়, ঠিক ততটাই যত্ন নিয়ে ধাপে ধাপে মেকআপ তোলাও জরুরি। অভিনেত্রী এবং সমাজমাধ্যম প্রভাবী ছবি মিত্তল সম্প্রতি তাঁর ইনস্টাগ্রামে সে কথাই অনুরাগীদের উদ্দেশে ভাগ করে নিয়েছেন।
৪২ বছর বয়সি ছবি মনে করেন, সুস্থ ত্বকের জন্য রাতে শোয়ার আগে নির্দিষ্ট রুটিন মেনে নিয়মিত মুখ পরিষ্কার করা জরুরি। কিন্তু কী ভাবে মুখ পরিষ্কার করা উচিত তা বুঝতে পারেন না অনেকে। তাঁদের জন্যে নিজের ত্বকচর্চার ‘বেডটাইম রুটিন’ ভাগ করে নিয়েছেন ছবি। দেখিয়েছেন ধাপে ধাপে কী ভাবে মুখের মেকআপ তুলে ফেলতে হয়।
১) প্রথমে ওয়েট ওয়াইপ্স দিয়ে চোখের মেকআপ তুলতে হবে। মাস্কারা, লাইনার, কাজল— যা কিছু কালো রঙের, তা আগে তুলে ফেলাই ভাল।
২) এ বার ঠোঁটের গাঢ় লিপস্টিক তুলে নিন আরেকটি ওয়াইপ্স দিয়ে।
৩) মুখ পরিষ্কার করার জন্য ছবি ব্যবহার করেন ক্লিনজ়িং অয়েল।
৪) ভাল করে মুখের মেকআপ তুলে নিয়ে মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নেন তিনি।
৫) একেবারে শেষে ক্রিমের বদলে মুখে তেল মাখেন ছবি। ত্বকের ধরন বুঝে মুখে অলিভ অয়েল বা নারকেল তেল— যে কোনও একটি ব্যবহার করা যায়।