ছবি: প্রতীকী
যত দিন যাচ্ছে রূপচর্চার আরও উন্নত জিনিস আবিষ্কার হচ্ছে। আগে চুলের যত্নে তেল এবং শ্যাম্পুই যথেষ্ট ছিল। এখন সমস্যা এবং চাহিদা অনুযায়ী আলাদা আলাদা প্রসাধনী বেরিয়েছে। মাথার ত্বকের ধরন অনুযায়ীও প্রসাধনীর রকমফের হতে পারে। যেমন অনেকেই মাথায় তেল মাখতে পছন্দ করেন না। আবার যাঁদের মাথার ত্বক তেলতেলে, আলাদা করে তেল মাখলে তাঁদের চুল পড়ার সমস্যা বেড়ে যেতে পারে। এই সমস্যার সম্মুখীন হয়েছেন যাঁরা, তাঁদের কাছে ‘হেয়ার টোনার’ বা ‘হেয়ার স্প্রে’ প্রসাধনীটি বেশ জনপ্রিয়। বাজারে বিভিন্ন সংস্থার টোনার কিনতে পাওয়া যায়। তবে দাম দিয়ে স্প্রে না কিনে, তা কিন্তু বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন।
এই স্প্রে তৈরি করতে কী কী লাগবে?
১) মেথিদানা: ৩ টেবিল চামচ
২) চাল: আধবাটি
পদ্ধতি
১) প্রথমে চাল এবং মেথি দানা ভাল করে ধুয়ে নিন।
২) এ বার দু’টি আলাদা বাটিতে চাল এবং মেথি ভিজিয়ে দিন। পরিমাণ মতো জল দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন।
৩) এ বার ভেজানো চাল এবং মেথি, জল-সহ আলাদা দু’টি পাত্রে ফুটিয়ে নিন।
৪) ঠান্ডা হলে ছেঁকে নিন।
৫) মেথি এবং চাল ফোটানো জল ভাল করে মিশিয়ে নিন।
৬) গোটা একটি দিন এই অবস্থায় রেখে দিন। চাল এবং মেথির অংশ থিতিয়ে প়ড়া পর্যন্ত অপেক্ষা করুন।
৭) এ বার থিতিয়ে পড়া জলের উপরের অংশ স্প্রে বোতলে ভরে নিন।
৮) শ্যাম্পু করে চুল শুকিয়ে নিয়ে এই মিশ্রণ স্প্রে করে পুরো মাথার ত্বকে মেখে নিন।
৯) হালকা হাতে মিনিট পাঁচেক মালিশ করুন। তার পর মিনিট ২০ এই অবস্থায় রেখে দিন।
১০) কিছু ক্ষণ পরে শ্যাম্পু করে নিন।