Honey

Honey for Skin: মুখে মধু লাগালে কত রকম উপকার হতে পারে

অনেকেই মুখে মধু মাখেন। কেউ কেউ ফেসপ্যাক বানান মধু দিয়ে। কিন্তু কেন মধু মাখার চল? কী হয় মধু মাখলে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২২ ১৯:৪৯
Share:

মধু মেখে রেখে তার পর ধুয়ে ফেললে ত্বকের জেল্লা ফিরে আসে। ছবি- সংগৃহীত

মধু দিয়ে অনেকেই রূপচর্চা করে থাকেন। কেউ দইয়ের সঙ্গে মধু মিশিয়ে মাখেন। কেউ অন্য কিছুর সঙ্গে মধু মেশান। কেউ স্নানের আগে মাখেন, কেউ রাতে ঘুমাতে যাওয়ার সময়ে। কিন্তু মধু কেন এত জনপ্রিয়? মধু দিয়ে রূপচর্চা করার চল তৈরি হল কী কারণে? কী এমন গুণ আছে এর?

Advertisement

১) ত্বক পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখতে পারে মধু। এতে রয়েছে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল উপাদান। আছে বহু ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টও। সব মিলে ত্বক থেকে জীবাণু দূর করে। আবার ত্বক আর্দ্রও রাখে।

২) মধুতে উপস্থিত প্রোবায়োটিক ও অ্যান্টি-অক্সিড্যান্ট ত্বকে পুষ্টি জোগায়। তাতে ত্বক মসৃণ ও টানটান থাকে। দাগছোপ কম পড়ে। ফলে ত্বকে বার্ধক্য আসে দেরিতে।

Advertisement

৩) ত্বক যত্নে রাখার জন্য নিয়মিত মৃত কোষ তুলে ফেলা দরকার। মধু এই কাজে বেশ সক্ষম। তাই মুখে কিছু ক্ষণ মধু মেখে রেখে তার পর ধুয়ে ফেললে ত্বকের জেল্লা ফিরে আসে। একই কারণে মুখের কোনও মাস্ক তৈরি করলে অল্প মধু দিয়ে দেওয়া হয়। কম সময়ে ঔজ্জ্বল্য ফিরে পেতে অ্যাভোক্যাডো, লেবুর রস কিংবা অ্যাপেল সাইডার ভিনিগারের সঙ্গে মধু মিশিয়ে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement