Hair Colour

দীপাবলির আগে চুল রং করবেন, নিয়মকানুন, ভাল-মন্দ জানা আছে তো!

সালোঁয় যাবেন না, বাড়িতেই চুল রং করবেন। কিন্তু, তারও নিয়মকানুন আছে। পদ্ধতিতে ভুল হলে চুলের ক্ষতি হতে পারে। আবার রংও দ্রুত উঠে যেতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ১৯:৪৯
Share:

চুলে রং করার আগে কোন বিষয়গুলি মাথায় রাখা দরকার? ছবি: ফ্রিপিক।

ইদানীং পাকা চুল উঁকি দিচ্ছে? এত দিন কিছু মনে হয়নি। তবে উৎসবের সময় আর পাঁচজনকে দেখে মনে হচ্ছে, চুলে রং করলে মন্দ হয় না! রং যদি বাড়িতেই করেন তা হলে জেনে নিন, কোন পদ্ধতি ভাল, কোন কাজ করলে চুলে ঠিকমতো রং ধরবে না বা তাড়াতাড়ি তা উঠে যেতে পারে।

Advertisement

কন্ডিশনার

শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করলে চুল নরম এবং মসৃণ হয়। এমন চুলে চট করে রং ধরতে চায় না। রং লাগিয়ে নেওয়ার পর চুল ধুয়ে কন্ডিশনার ব্যবহার করতে পারেন। তবে রং করার পরিকল্পনা থাকলে তার ১-২ দিন আগে এটি ব্যবহার না করাই ভাল।

Advertisement

ভিজে চুল

ভিজে নয়, শুকনো চুলে রং ব্যবহার করাই ভাল। কেউ পাকা চুল ঢাকার জন্য রং করেন। সে ক্ষেত্রে কোথায় পাকা চুল রয়েছে, তা শুকনো চুলে ভাল করে বোঝা যায়। পুরো চুলের বদলে নির্দিষ্ট জায়গাটিও রং করে নিতে পারেন।

কী কী করবেন?

পরিকল্পনা

চুলে রং করার আগে তা নিয়ে পরিকল্পনা করে নিন। প্রাকৃতিক রং ব্যবহার করবেন, না কি কৃত্রিম রং? কৃত্রিম রঙের স্থায়িত্ব বেশি হয়। তবে কোন রংটি বাছাই করবেন, সেটি কতটা মানাবে, তা আগে থেকে বুঝে নেওয়া দরকার।

প্যাচ টেস্ট

বাজারচলতি চুলের রঙে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার হয়। তাই প্রথম বার কোনও নতুন পণ্য ব্যবহার করতে হলে অবশ্যই প্যাচ টেস্ট করা জরুরি। সামান্য একটু রং চুলের একটি অংশে লাগিয়ে অপেক্ষা করুন। যদি জ্বালা, চুলকানি হয়, বুঝতে হবে রং থেকে অ্যালার্জি হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement