ছবি: সংগৃহীত।
শীত কবে আসবে? এখনও পর্যন্ত এর কোনও সদুত্তর দিতে পারেনি হাওয়া অফিস। তবে শীত আসার আগেই মাথা ভর্তি খুশকির আনাগোনা শুরু হয়ে গিয়েছে। শ্যাম্পু করেও যে বিশেষ লাভ হচ্ছে, তা নয়। অনেকেই তাই অ্যান্টি-ড্যানড্রফ শ্যাম্পুর খোঁজ করেন। সেই শ্যাম্পুও দারুণ কাজে আসে না। মাথার ত্বকে শুধু অস্বস্তি বেড়ে চলে। তবে স্বস্তি পেতে ভরসা হতে পারে হেঁশেলের তেজপাতা। ফোড়ন হিসাবে তেজপাতার ভূমিকা অনবদ্য। রান্নার স্বাদ বদলে যায় তেজপাতার গুণে। সেই তেজপাতা চাইলে খুশকিও কমাতে পারে। তবে কী ভাবে ব্যবহার করবেন জানা আছে?
কয়েকটি তেজপাতা প্রথমে গুঁড়ো করে নিতে পারেন। সেই গুঁড়ো মিশিয়ে নিনবাড়িতে পাতা টক দইয়ের সঙ্গে। ব্যস, তৈরি হয়ে গেল আপনার চুলের প্যাক। এই প্যাক একটি পাত্রে করে ফ্রিজে রেখে দিন। রোজ স্নানের আগে প্যাকটি মাথায় মেখে মিনিট দশেক রাখুন। তার পরে শ্যাম্পু করে নিতে নিন।কয়েক দিনেই দূর হবে খুশকির সমস্যা।