Long Hair Care Tips

Longest Hair: ১১০ ফুট লম্বা বেণী! ৪০ বছর ধরে চুল লম্বা করছেন আশা

আমেরিকার বাসিন্দা আশা ম্যান্ডেলার দাবি, পৃথিবীর দীর্ঘতম চুলের লক রয়েছে তাঁর মাথাতেই। দৈর্ঘ্য ১১০ ফুট।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১২:৫৬
Share:

আশার দাবি, বর্তমানে তাঁর চুল ১১০ ফুট লম্বা। ছবি: সংগৃহীত।

পুরো নাম আশা ম্যান্ডেলা, বাস আমেরিকার ফ্লোরিডায়। প্রতিবেশীরা ডাকেন ‘বেণীর রানি’ বলে। পড়শিরা মজার ছলে বললেও খুব একটা অত্যুক্তি নয় সেটি। ২০০৯ সালে এক বার চুলের ‘লক’ বা বিশেষ ধরনের জট পাকানো বেণীর দৈর্ঘ্য মাপিয়েছিলেন তিনি। সে সময়ে দৈর্ঘ্য ছিল ৫.৯৬ মিটার বা ১৯ ফুট সাড়ে ছয় ইঞ্চি। তারপর ১৩ বছরে আশার চুল আরও লম্বা হয়েছে। আশার দাবি, বর্তমানে তাঁর চুল ১১০ ফুট লম্বা।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যমকে আশা জানিয়েছেন, ৪০ বছর আগে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো থেকে আমেরিকায় আসেন তিনি। আর তার পর থেকেই চুলে জট-পাকানো বেণী তৈরি শুরু। বর্তমানে তাঁর চুলের ওজন প্রায় ১৯ কিলোগ্রাম বলে জানিয়েছেন তিনি। কিন্তু একে ‘ভার’ ভাবতে নারাজ আশা। বরং তাঁর কাছে এ এক ধরনের শিরোভূষণ।

আশার স্বামী ইমানুয়েল চেগ পেশায় কেশশিল্পী। জট-পাকানো চুলের স্টাইলিস্ট। আশার চুলের পরিচর্যা করেন তিনিই। সংবাদমাধ্যমকে ইমানুয়েল জানান, আশার চুল পরিষ্কার করতে অন্তত ছয় বোতল শ্যাম্পু প্রয়োজন হয়। ভেজা চুল শুকোতে লাগে দু'দিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement