Holi 2024

দোলের দিন বন্ধুরা চুলে রং দেবেই, ক্ষতি এড়াতে বাড়িতেই বানিয়ে রাখুন ভেষজ শ্যাম্পু

রং খেলার পর রাসায়নিক দেওয়া শ্যাম্পু ব্যবহার করে চুলের ক্ষতি হবে। বেশি ঘষাঘষি করলে মুঠো মুঠো চুলও ছিঁড়বে। তা হলে কী করবেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৪ ২০:২৪
Share:

রং খেলুন, তবে চুলের ক্ষতি না করেই। ছবি: সংগৃহীত।

ত্বক, চুলের ক্ষতি এড়াতে যতই ভেষজ রং কিনে রাখুন, কোনও এক ফাঁকে বন্ধুরা ছুটে এসে পিছন থেকে রাসায়নিক দেওয়া বেগনি রং জলে গুলে মাথায় ঢেলে দেবেই। তার পর সেই রং তুলতে অসংখ্য বার শ্যাম্পুও করতে হবে। তাতে রং তো উঠবেই না। উল্টে রাসায়নিক দেওয়া শ্যাম্পু ব্যবহার করে চুলের ক্ষতি হবে। বেশি ঘষাঘষি করলে মুঠো মুঠো চুলও ছিঁড়বে। তার চেয়ে বর‌ং দোল আসার আগেই বাড়িতে ভেষজ শ্যাম্পু তৈরি করে রাখতে পারেন। কী কী দিয়ে তৈরি করবেন?

Advertisement

এই শ্যাম্পু তৈরি করতে মাত্র তিনটি উপকরণ প্রয়োজন। আমলকি, রিঠা এবং শিকাকাই। একটি পাত্রে প্রয়োজন মতো জল নিয়ে তার মধ্যে তিনটি জিনিস ভাল করে ফুটতে দিন। হয়ে গেলে সারা রাত ওই ভাবেই রেখে দিন। পরের দিন সব জিনিসগুলি চটকে ক্বাথ বার করে ছেঁকে নিলেই ভেষজ শ্যাম্পু রেডি। রং খেলার পর এই শ্যাম্পু দিয়ে চুল ধুলে মাথার ত্বকের ক্ষতি তো হবেই না, রং-ও উঠে যাবে।

রং খেলতে যাওয়ার আগে আর কী কী মাথায় রাখবেন?

Advertisement

১) রং খেলতে যাওয়ার আগে চুলে ভাল করে তেল মেখে নিতে পারেন। তা হলে চট করে মাথার ত্বকে রং ধরবে না। শ্যাম্পু করলে সহজেই রং উঠে যাবে। নারকেল, কাঠবাদাম বা তিলের তেল ব্যবহার করা যেতেই পারে।

২) রং মেখে খোলা চুলে ছবি তুলতে মন্দ লাগে না। তবে চুলের ক্ষতি এড়াতে চাইলে মাথায় রং লাগার আগে চুল ভাল করে বেঁধে নিন। চুলের মধ্যে জট থাকলে কিন্তু রং ধরে রাখার সম্ভাবনা বাড়ে। তাই জট ছাড়িয়ে নেওয়াই ভাল।

৩) পোশাকের সঙ্গে মানিয়ে, কায়দা করে মাথায় যদি রুমাল বেঁধে নিতে পারেন। তা হলে স্টাইল হবে, চুলও বাঁচবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement