Ginger Oil for Hair

নারকেল কিংবা অলিভ নয়, আদার তেলেই বন্ধ হবে চুল পড়া! কী ভাবে তৈরি করবেন?

সমাজমাধ্যম ঘেঁটে জানতে পেরেছেন, চুলের জন্য ‘জিঞ্জার এসেনশিয়াল অয়েল’ ভাল। আদা তো রান্নায় মশলা হিসাবে ব্যবহার করা হয়। মাথায় তা মাখলে কি উপকার হবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪ ১৯:৫৭
Share:

আদার তেল চুলের জন্য ভাল? ছবি: সংগৃহীত।

বাজারচলতি যত তেল, সবই মাথায় মেখে ফেলেছেন। ঘরোয়া টোটকা যা যা ছিল, সব কিছু করেও চুল পড়া কমেনি। সমাজমাধ্যম ঘেঁটে জানতে পেরেছেন, চুলের জন্য ‘জিঞ্জার এসেনশিয়াল অয়েল’ ভাল। আদা তো রান্নায় মশলা হিসাবে ব্যবহার করা হয়। মাথায় তা মাখলে কী উপকার হবে?

Advertisement

১) রক্ত সঞ্চালন ভাল হয়:

‘বায়োক্যাটালিসিস অ্যান্ড এগ্রিকালচারাল বায়োটেকনোলজি’ জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্রে বলা হয়েছে, আদা দিয়ে তৈরি এই তেলটি মাথার ত্বকে রক্ত চলাচল বৃদ্ধি করতে সাহায্য করে। যে কারণে চুলের ফলিকলে অক্সিজেন পৌঁছয়। যা নতুন চুল গজানোর পক্ষেও সহায়ক।

Advertisement

২) প্রদাহনাশ করতে সাহায্য করে:

নতুন চুল গজানোর ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়াতে পারে প্রদাহ। আদার তেল মাথার ত্বকে প্রদাহ নিরাময়ে সাহায্য করে। ‘ফার্মানিউট্রিশন’ জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বলা হয়েছে, মাথার ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে গেলে কিংবা খুশকির সমস্যা থাকলে আদার তেল দারুণ কাজ করে।

৩) অ্যান্টিঅক্সিড্যান্টের উৎস:

অ্যাক্সিড্যান্ট শরীরে ফ্রি র‌্যাডিক্যালের সমতা বজায় রাখতে সাহায্য করে। যা অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে দেয় না। এই তথ্য প্রকাশিত হয়েছে ‘অ্যান্টিঅক্সিড্যান্টস’ জার্নালে। নতুন চুল গজানো থেকে অকালপক্বতা রোধ করা— সবেতেই কাজে লাগে আদার তেল।

মাথায় ‘জিঞ্জার অয়েল’ মাখবেন কী ভাবে?

ছোট একটি পাত্রে অলিভ অয়েল গরম করে নিন। তার মধ্যে কয়েক ফোঁটা জিঞ্জার এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এ বার মাথার ত্বকে এই তেল মেখে রাখুন আধ ঘণ্টা। তার পর শ্যাম্পু করে নিন। হাতের কাছে ‘জিঞ্জার এসেনশিয়াল অয়েল’ না থাকলে নারকেল তেলের মধ্যে আদার টুকরো মিশিয়ে ফুটিয়ে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে জিঞ্জার অয়েল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement