কোন কোন ফোনে বন্ধ হবে হোয়াট্সঅ্যাপ পরিষেবা? ছবি: সংগৃহীত।
ডিসেম্বরের শেষ রাত এবং জানুয়ারি মাসের পয়লা তারিখ সকাল থেকে নতুন বছরের শুভেচ্ছাবার্তায় ভরে ওঠে হোয়াট্সঅ্যাপ। চেনাজানা, বন্ধু, আত্মীয়-পরিজন— ধরে ধরে সকলকে ফোন করা সম্ভব হয় না। অগত্যা হোয়াট্সঅ্যাপই ভরসা। কিন্তু দুঃখের বিষয় হল, যোগাযোগের জন্য বহুলব্যবহৃত মেটা সংস্থার অন্তর্গত এই প্ল্যাটফর্ম, অর্থাৎ হোয়াট্সঅ্যাপ ২০২৫ সালের পয়লা জানুয়ারি থেকেই বন্ধ হতে চলেছে। তবে সব সংস্থার মোবাইলের সব মডেলে নয়, এই তালিকায় অ্যান্ড্রয়েড ফোনের ২০টিরও বেশি মডেল অন্তর্ভুক্ত করা হয়েছে।
কেন বন্ধ হচ্ছে পরিষেবা?
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং ব্যবহারকারীদের নতুন নতুন সুযোগ-সুবিধা দেওয়ার জন্য মেটা সংস্থা নিয়মিত অ্যাপগুলি আপডেট করে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, পুরনো অ্যান্ড্রয়েড ব্যবস্থা, যেমন ‘কিটক্যাট’ বা তারও আগে ফোনে যে অপারেটিং সিস্টেম ছিল, বিশেষত সেই মডেলগুলিতে পয়লা জানুয়ারি থেকে হোয়াট্সঅ্যাপ পরিষেবা বন্ধ হতে চলেছে।
দেখে নিন ফোনের কোন কোন মডেলে হোয়াট্সঅ্যাপ পরিষেবা বন্ধ হচ্ছে:
স্যামসাঙ সংস্থার কোন কোন মডেলে পরিষেবা বন্ধ হচ্ছে?
· গ্যালাক্সি এস৩
· গ্যালাক্সি নোট ২
· গ্যালাক্সি এসিই৩
· গ্যালাক্সি এস৪ মিনি
মোটোরোলা সংস্থার সংস্থার কোন কোন মডেলে পরিষেবা বন্ধ হচ্ছে?
· মোটো জি (প্রথম জেনারেশন)
· রেজ়ার এইচডি
· মোটো ই ২০১৪
· এইচটিসি
· ওয়ান এক্স
· ওয়ান এক্স প্লাস
· ডিজ়ায়ার ৫০০
· ডিজ়ায়ার৬০১
এলজি সংস্থার সংস্থার কোন কোন মডেলে পরিষেবা বন্ধ হচ্ছে?
· অপটিমাস জি
· নেক্সাস ৪
· জি২ মিনি
· এল ৯০
সনি সংস্থার সংস্থার কোন কোন মডেলে পরিষেবা বন্ধ হচ্ছে?
· এক্সপেরিয়া জ়েড
· এক্সপেরিয়া এসপি
· এক্সপেরিয়া টি
· এক্সপেরিয়া ভি