Cannes 2023

কান উৎসবে ফুলেল পোশাকে ক্যামেরাবন্দি উর্বশী! নাচতে গিয়ে ঘটল কেলেঙ্কারি

কান চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে উর্বশীর সাজ নজর কেড়েছে সবার। কমলা রঙের অফ-শোল্ডার গাউনে উর্বশীকে দেখাচ্ছিল ফুলের মতো।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৩ ১২:২১
Share:

কান চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে উর্বশীর সাজ নজর কেড়েছে সবার। ছবি: শাটারস্টক

ক্রিকেট খেলোয়াড় ঋষভ পন্থকে ঘিরে হামেশাই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন বলি অভিনেত্রী উর্বশী রাউতেলা। এ বারের কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর একের পর এক লুক নেটপাড়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

Advertisement

উৎসবের প্রথম দিনেই অফ-শোল্ডার গাউনের সঙ্গে গলায় কুমির আকৃতির নেকলেস পরে হাজির হয়েছিলেন উর্বশী। প্রথম দিনেই অভিনেত্রীর সেই সাজ নিয়ে চর্চা চলে নেটপাড়ায়। তৃতীয় দিনেও উর্বশীর সাজ দেখে হইচই শুরু হয় পাপারাৎজ়ির মধ্যে। সৌজন্যে অবশ্য অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। নীল-অফ হোয়াইট ‘অফশোল্ডার’ গাউন, ঠোঁটে গাঢ় নীল লিপস্টিক এবং গলায় হিরের নেকলেস। কানে মানাসই হিরের দুল। উর্বশীর এই সাজ দেখে সকলের মনে ঘুরেফিরে আসছে ২০১৬-র কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যা রাই বচ্চনের বহুচর্চিত ‘পার্পল’ লিপস্টিক পরিহিত সাজ। পাপারাৎজ়ি উর্বশীকে গুলিয়ে ফেললেন রাইসুন্দরীর সঙ্গে। কেউ কেউ আবার উর্বশীকে ডেকেও ফেললেন ‘ঐশ্বর্যা’ বলে।

উৎসবের চতুর্থ দিনে উর্বশীর সাজ নজর কেড়েছে সবার। কমলা রঙের অফ-শোল্ডার গাউনে উর্বশীকে দেখাচ্ছিল ফুলের মতো। গাউনের মাঝের অংশে ছিল ফুলের মতো নকশা। গলায় মুক্তোর স্টেটমেন্ট চোকার, হাতে আংটি, মাথায় অগোছালো খোঁপা, বোল্ড আই মেকআপ— উর্বশী যেন ‘সুন্দরী কমলা’।

Advertisement

অভিনেত্রীর সাজপোশাক দেখে অনুরাগীরা বেশ উচ্ছ্বসিত। নাচতে গিয়েই বিপত্তি ঘটল ‘সুন্দরী কমলা’র । অভিনেত্রী নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাগ করেছেন, যেখানে দেখা যাচ্ছে সেই কমলা গাউনটি পরে খোশমেজাজে নাচানাচি করছেন তিনি। আর নাচতে গিয়েই লম্বা গাউনে পা জড়িয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন অভিনেত্রী। সামলে উঠতে গিয়েই আবার কেলেঙ্কারি! গাউনের সামনের ভাগ খুলতে বসেছিল প্রায়, কোনও রকমে হাত দিয়ে লজ্জা ঢাকলেন অভিনেত্রী। তবে ক্যামেরার সামনে আত্মবিশ্বাস হারাননি তিনি। হাসি দিয়েই সমস্ত পরিস্থিতি সামলে নিয়েছেন উর্বশী।

উর্বশীকে সর্বশেষ দেখা গিয়েছে অখিল আক্কিনেনি পরিচালিত ‘এজেন্ট’ ছবিতে। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। রণদীপ হুডার সঙ্গে ‘ইন্সপেক্টর অবিনাশ’ ওয়েব সিরিজ়ে সম্প্রতি দেখা গিয়েছে অভিনেত্রীকে। এর পাশাপাশি ধর্মা প্রোডাকশন্‌সের আগামী এক ছবিতেও দেখা যাবে উর্বশীকে, নায়িকার হাতে রয়েছে একটি আন্তর্জাতিক প্রোজেক্টও। ‘৩৬৫ ডেজ়’ খ্যাত মিশেল মনরোর সঙ্গে বড় পর্দায় দেখা যাবে উর্বশীকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement