DIY Facepack

বেসন, হলুদ আর গোলাপজল, বিয়ের আগে এই ৩ উপকরণ মাখলেই বদল আসবে হবু কনের ত্বকে?

পার্লারে না গিয়ে বাড়িতেই ত্বক চকচকে, জেল্লাদার করে তোলা সম্ভব। বেসন, গোলাপজল আর হলুদের ফেসপ্যাক ব্যবহার করলেই কেল্লাফতে। কিন্তু এই ৩ উপকরণ ত্বকের কী কী উপকার করে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৪:১৫
Share:

বিয়ের দিন ত্বক হয়ে উঠুক ঝলমলে। ছবি: সংগৃহীত।

গোটা শীতকাল জুড়ে বাতাসে ভেসে বেড়ায় বিয়ের সানাইয়ের সুর। প্রজাপতিরা শীতের কুয়াশায় রং ছড়ায়। আর বিয়েবাড়িতে চলে দু’জনের নতুন জীবন শুরু করার তোড়জোড়। শীতের কাঁপুনি উপেক্ষা করেই হবু কনে ব্যস্ত হয়ে পড়েন রূপচর্চায়। বিয়ে বাড়িতে কাজের শেষ থাকে না। সে সব সামলে মাঝেমাঝে পার্লারে ঢুঁ দেওয়া বেশ কষ্টকর হয়ে পড়ে হবু কনের। কিন্তু বিয়ের সন্ধ্যায় কনের ত্বক ঝলমল না করলে চলে না। তবে পার্লারে না গিয়ে বাড়িতেই ত্বক চকচকে, জেল্লাদার করে তোলা সম্ভব। বেসন, গোলাপজল আর হলুদের ফেসপ্যাক ব্যবহার করলেই কেল্লাফতে। কিন্তু এই ৩ উপকরণ ত্বকের কী কী উপকার করে?

Advertisement

বেসন

বেসনে উপকারী উপাদানের শেষ নেই। ত্বকের মরা কোষ দূর করে বেসন। ‘ওয়ার্ল্ড জার্নাল অফ ফার্মাসিউটিক্যাল রিসার্চ’ জানাচ্ছে, ত্বকের কোমল ভাব বজায় রাখতে বেসনের জুড়ি মেলা ভার। তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে বেসন দারুণ উপকারী। ত্বকের ঔজ্জ্বল্য আনতেও বেসন ব্যবহার করলে মিলবে সুফল।

Advertisement

হলুদ

হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান, যা যে কোনও সংক্রমণ থেকে ত্বক সুরক্ষিত রাখে। ‘ন্যাশনাল লাইব্রেরি মেডিসিন’ জানাচ্ছে, হলুদে থাকা কারকিউমিন ত্বকের যে কোনও সমস্যার দ্রুত সমাধান করে। তা ছাড়া হলুদের অ্যান্টি-মাইক্রোবিয়াল, অ্যান্টিঅক্সিড্যান্ট, অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের কোনও ক্ষতি হতে দেয় না।

গোলাপজল

গোলাপজলে থাকা অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান, ত্বকের অস্বস্তি দূর করে। ত্বক কোমল এবং মসৃণ রাখতে গোলাপজলের উপর চোখ বন্ধ করে ভরসা করা যায়। অ্যান্টি-এজিং উপাদান থাকায় গোলাপজল ত্বকের বয়স বাড়তে দেয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement