ছবি : সংগৃহীত।
গুছিয়ে সাজগোজ করতে বসলে লিপলাইনার ব্যবহার করেন অনেকেই। আবার দৈনন্দিন সাজগোজেও ঠোঁটকে স্পষ্ট করতে চাইলে লিপস্টিক ব্যবহার করার আগে ঠোঁটের চারপাশে লিপলাইনার দিয়ে রেখা টেনে নেওয়া হয়। লিপলাইনারকে মেকআপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করেন রূপটানশিল্পীরা। তাঁদের বক্তব্য চোখের মেকআপ যতটা জরুরি। ততটাই জরুরি ঠোঁটের মেকআপও। লিপলাইনার সেই মেকআপে বড় দায়িত্ব পালন করে।
রূপটানশিল্পীরা বলছেন, ঠোঁটের খুঁত যেমন ঢাকার ক্ষমতা আছে লিপলাইনারের, তেমনই ক্ষমতা আছে ভাল বৈশিষ্ট্যগুলিকে ফুটিয়ে তোলার। তবে লিপলাইনার ব্যবহারের আগে কয়েকটি নিয়ম মাথায় রাখলে ফল মিলবে আরও ভাল।
ছবি: সংগৃহীত।
কী কী বিষয়ে খেয়াল রাখবেন?
১। লিপলাইনারের মুখ কখনওই খুব সরু করে ছুলবেন না। বরং লিপলাইনারের মুখ কিছুটা ভোঁতা থাকলেই ভাল তাতে কাজ বেশি হয়।
২। লিপলাইনার দিয়ে রেখা টানার সময় সব সময় ধরুন তেরছা ভাবে। যাতে ঠোঁটের ত্বক আর পেনসিলের মুখের মধ্যে একটা বড় কোন (প্রায় ৪৫ ডিগ্রি মতো) তৈরি হয়।। যদি আপনার মনে হয় এতে যথেষ্ট চাপ দেওয়া যাবে না। তা হলে বুঝতে হবে বেশি চাপের দরকারও নেই।
৩। লিপ লাইনার দিয়ে শুধু ঠোঁটের চারপাশে রেখা টানেন? তবে বুঝতে হবে লিপ লাইনারের পুরো ক্ষমতাকে আপনি ব্যবহারই করেন না। লিপ লাইনার দিয়ে শুধু রেখা না টেনে গোটা ঠোঁটটিতেই রং করুন।
৪। অদৃশ্য লিপলাইনারও হয় জানেন কি? ক্লিয়ার পেনসিল পাওয়া যায়। ওই লিপলাইনার দিয়ে ঠোঁটের রেখা টানলে ঠোঁট দেখাবে আরও স্বাভাবিক এবং সুন্দর। লিপস্টিক উঠে গেলে লাইনারের রেখাও দেখা যাবে না।
৫। লিপলাইনার ব্যবহারের সময় ঠোঁট চেপে বন্ধ করে রাখবেন না, বরং সাধারণ ভাবে ঠোঁট যেমন অল্প খোলা থাকে সেভাবে রেখেই ঠোঁটে রং দিন। তাতে কাজ হবে আরও বেশি।