Washing Machine

মাঝেমাঝেই ওয়াশিং মেশিন বিগড়ে যাচ্ছে? কোন ভুলগুলি এড়িয়ে চললে এমন আর হবে না?

শুধু ব্যবহার করলে হবে না। ওয়াশিং মেশিনের যত্ন কী ভাবে নিলে দীর্ঘ দিন ভাল থাকবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:১২
Share:

ওয়াশিং মেশিনের যত্ন নিন। ছবি: সংগৃহীত।

বাড়ির অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস হল ওয়াশিং মেশিন। সারা সপ্তাহ ময়লা জামাকাপড় কাচার সময় পাওয়া যায় না। জমে থাকা ময়লা কাপড়জামা জমতে দেখে মনে মনে ভীত হয়ে পড়া স্বাভাবিক। তবে এর মুশকিল আসান ওয়াশিং মেশিন থাকলে চিন্তিত হয়ে পড়ার কোনও কারণ নেই। কিন্তু এত প্রয়োজনীয় একটা জিনিস যত্নে রাখতেও হবে। ওয়াশিং মেশিনের যত্ন কী ভাবে নিলে দীর্ঘ দিন ভাল থাকবে?

Advertisement

১) স্নানঘরে ওয়াশিং মেশিন রাখবেন না। ওয়াশিং মেশিন রাখলে জলের ছিঁটে লেগে জং ধরে যেতে পারে। যে কোনও যন্ত্র সব সময়ে শুকনো জায়গায় রাখতে হয়। জলের ছিটে ওয়াশিং মেশিনের স্থায়িত্ব কমিয়ে দেয়।

২) জিনসের পকেটে সব সময়ে পয়সা, চাবি থেকেও যায়। এগুলি সহ ওয়াশিং মেশিনে পোশাক ঢুকিয়ে দিলে যন্ত্র খারাপ হয়ে যেতে পারে। এতে ওয়াশিং মেশিনের ক্ষতি হয়।

Advertisement

৩) কোনও কাপড়ে দাগ লাগা থাকলে তা ওঠানোর জন্য সারা রাত বালতিতে ভিজিয়ে ওয়াশিং মেশিনে কাচুন। কিন্তু ওয়াশিং মেশিনের মধ্যে ভিজিয়ে রাখবেন না। কিংবা ভিজে কাপড় পরে শুকোতে দেবেন বলে ওয়াশিং মেশিনে রেখে দেবেন না।

৪) অতিরিক্ত কাপড় কাচার সাবান দিলেই মেশিন তাড়াতাড়ি পরিষ্কার হবে, এই ভাবনা ভুল। বরং বেশি সাবান দিলে অনর্থক ফেনা তৈরি হবে, যার ফলে ওয়াশিং মেশিনের নিকাশি ব্যবস্থাটাকে জমিয়ে দেবে। এমনকি, সেটা খারাপ করেও দিতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement