Alert on Illegal Websites

বেআইনি ওয়েবসাইট থেকে সিনেমা ডাউনলোড করছেন? কম্পিউটারের দফারফা করতে পারে নতুন ভাইরাস

নতুন এক ভাইরাসের আগমন হয়েছে, যা এক বার কম্পিউটারে ঢুকে পড়লে উইন্ডোজ়ের দফারফা করে দিতে পারে। গুগ্‌ল সতর্ক করে জানিয়েছে, বিভিন্ন ওয়েবসাইট থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৪ ১৭:৫১
Share:

বেআইনি ওয়েবসাইট থেকে কী ধরনের ভাইরাস ঢুকছে কম্পিউটারে? প্রতীকী ছবি।

বিনামূল্যে সিনেমা বা গান ডাউনলোডের সুবিধা পেলে কে আর গাঁটের কড়ি খসাতে চায়! আর এখন এমন বেআইনি কন্টেন্টের ওয়েবসাইটের ছড়াছড়ি নেট দুনিয়ায়। এমন অনেক ওয়েবসাইটই আছে যেখানে বিনামূল্যে নতুন সিনেমা দেখার সুযোগ ও ডাউনলোডের সুবিধা, দুই-ই পাওয়া যায়। সেই সব ওয়েবসাইট কতটা ভরসার যোগ্য, তা না জেনে-বুঝেই সেখান থেকে সিনেমা ডাউনলোড করছেন অনেকেই। অনলাইনে সিনেমা দেখাও চলছে। আর এখান থেকেই সমস্যার সূত্রপাত হচ্ছে। এমন ওয়েবসাইট থেকে সিনেমা ডাউনলোড করলে কী কী ক্ষতি হতে পারে, তা জানিয়ে সতর্ক করেছে গুগ্‌ল।

Advertisement

নতুন এক ভাইরাসের আগমন হয়েছে, যা এক বার কম্পিউটারে ঢুকে পড়লে উইন্ডোজ়ের দফারফা করে দিতে পারে। গুগ্‌ল সতর্ক করে জানিয়েছে, বিভিন্ন ওয়েবসাইট থেকে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। এর নাম ‘পিকলাইট’। এটি এমন এক ম্যালঅয়্যার বা ক্ষতিকর সফট্‌অয়্যার, যা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে সাইবার অপরাধীরা।

গুগ্‌লের সাইবার নিরাপত্তা বিভাগের তরফে জানানো হয়েছে, পিকলাইট একটি ভয়ঙ্কর ম্যালঅয়্যার, যা গোটা উইন্ডোজ় সিস্টেমের দখল নিয়ে নিতে পারে। বেআইনি ওয়েবসাইট থেকে সিনেমা ডাউনলোডের সময়ে এই ম্যালঅয়্যার যদি আপনার কম্পিউটারে ইনস্টল হয়ে যায়, তা হলে নিমেষে কম্পিউটারের মেমরি, হার্ড ডিস্কের দখল নিয়ে নেবে। ব্যক্তিগত তথ্য তো বটেই, কম্পিউটারের যাবতীয় সফট্‌অয়্যার সিস্টেমকে তছনছ করে দেবে। অথচ কম্পিউটারে কী ধরনের ভাইরাস বা ম্যালঅয়্যার ঢুকেছে, তার চিহ্নও পাওয়া যাবে না। অ্যান্টিভাইরাস দিয়ে খোঁজাখুঁজি করলেও এর সন্ধান মিলবে না। তলে তলে সিস্টেমকে ধ্বংস করতে শুরু করবে।

Advertisement

এই বিষয়ে আইটি কর্মী শুভজিৎ দাসের বক্তব্য, এ ধরনের ওয়েবসাইটগুলিতে এমন অজস্র ভাইরাস বাসা বেঁধে থাকে। আর হ্যাকার বা সাইবার অপরাধীরা তাদেরকেই হাতিয়ার করে ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা করে। এ ধরনের ওয়েবসাইটগুলিতে যে হেতু কোনও নজরদারি থাকে না, তাই সেগুলির মাধ্যমে ক্ষতিকর সফট্‌অয়্যার ছড়িয়ে দেওয়া খুব সহজ। প্রযুক্তির বেশি জ্ঞান নেই যাঁদের, তাঁরা সহজেই এর শিকার হবেন। তাই কোনও রকম বেআইনি বা অজানা ওয়েবসাইট থেকে সিনেমা ডাউনলোড করা বা সেখানকার কোনও লিঙ্ক খোলা বা ইনস্টল করা একেবারেই উচিত নয়। সতর্ক না থাকলেই বিপদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement