আবারও প্রাণ বাঁচাল ‘অ্যাপল’ ঘড়ি। ছবি- সংগৃহীত
অ্যাপল’ সংস্থার মোবাইল অনেকেই ব্যবহার করেন। এখন অনেকের কব্জিতে শোভা পায় ওই সংস্থার হাতঘড়িও। যা ‘অ্যাপল ওয়াচ’ নামে বলে পরিচিত। অন্য ফিটনেস ব্যান্ডগুলির মতোই এই ঘড়িরও বিভিন্ন বৈশিষ্ট্য আছে, যেগুলি আমাদের শারীরিক অবস্থার উপর নজর রাখে। এই ঘড়ির উপর তার উপর নির্ভর করে প্রাণে বেঁচে গিয়েছেন অনেকে। তবে এই প্রথম বার নয়। এর আগেও অ্যাপল ওয়াচ প্রাণ বাঁচিয়েছে গ্রাহকের।
সম্প্রতি আইফোনের নতুন সংযোজন হয়েছে জরুরি ‘এসওএস’ পরিষেবা। যার জেরে আলাস্কার মরু প্রান্তরে আটকে পড়েও প্রাণে বেঁচে গিয়েছেন এক ব্যক্তি। সূত্রের খবর, ট্রেক করতে গিয়ে আটকে পড়া ওই ব্যক্তি তাঁর আইফোনের সঙ্গে অ্যাপল ঘড়িটি যুক্ত। তার মাধ্যমেই যুক্ত স্যাটেলাইটের মাধ্যমে স্থানীয় বেস ক্যাম্পগুলিতে খবর পাঠাতে সক্ষম হন।
বরফের ঢাকা ঊষর প্রান্তরে ঠান্ডায় রীতিমতো জমে যেতে বসেছিলেন তিনি। কথা বলার মতো অবস্থায়ও ছিলেন না। হঠাৎ তাঁর মাথায় তড়িৎ গতিতে এই বুদ্ধি খেলে যায়। ওই ব্যক্তির দেওয়া বিপদ সংকেত পেয়ে ওই অঞ্চলে পৌঁছে যায় স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেখান থেকে মৃতপ্রায় ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসেন।
এই মুহূর্তে উত্তর আমেরিকাতেই আইফোনের বিশেষ এই পরিষেবা পাওয়া যাচ্ছে। তবে খুব তাড়াতাড়ি ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড এবং ব্রিটেনেও চালু হবে এই পরিষেবা।