সবচেয়ে দামি শহর। ছবি- সংগৃহীত
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর হল নিউ ইয়র্ক এবং সিঙ্গাপুর। সাম্প্রতিক একটি সমীক্ষা এমনই দাবি করল।জীবনধারণের জন্য এক এক জন নাগরিকের যতটা খরচ করতে হয়, তা গত বছরের তুলনায় ১.৮ শতাংশ বেড়ে গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। অতিমারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবই এই মূল্যবৃদ্ধির কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, ১৭৩টি শহরের উপর করা এই সমীক্ষায় এত দিনের ইতিহাসে এই প্রথম বার শীর্ষ স্থানে রয়েছে নিউ ইয়র্ক। যুগ্ম ভাবে প্রথম স্থানে আছে সিঙ্গাপুরও। গত বছর শীর্ষস্থানে ছিল তেল অভিভ।
নিউ ইয়র্ক এবং সিঙ্গাপুরের পর তালিকায় রয়েছে ইজরায়েলের তেল আভিভ। চতুর্থ স্থানে আছে হংকং এবং লস অ্যাঞ্জেলেস। এর পর ক্রমান্বয়ে জ়ুরিক, জেনিভা, সান ফ্রান্সিসকো, প্যারিস এবং কোপেনহেগেন আছে। দামি শহরের তালিকায় স্থান পেয়েছে সিডনিও।
সমীক্ষা অনুযায়ী, সিরিয়ার রাজধানী শহর দামাস্কাস এবং লিবিয়ার ত্রিপলি বিশ্বের সবচেয়ে সস্তা শহর বলে মনোনীত হয়েছে।