anamika khanna

বিয়ের সাজে নয়া সংযোজন, শাড়ি-লহেঙ্গার সঙ্গে এল ঝলমলে জ্যাকেট 

অনামিকা খন্নার নতুন ডিজাইনে দেখা দিল এ বার মহিলাদের বিয়ের সাজের সঙ্গে মানানসই জ্যাকেট। লেহঙ্গা থেকে শাড়ি, সব ধরনের সাজেই তা জুড়তে পারে নয়া মাত্রা। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২১ ২২:২৮
Share:

অনামিকার জ্যাকেটের ডিজাইন ইতিমধ্যেই নজর কেড়েছে গোটা বিশ্বের।

ভারতীয় বিয়ের সাজে জমকাল জিনিস দেখা যায় অনেক। শাড়ি থেকে ওড়না। লেহঙ্গা থেকে কুর্তা। তবে ছেলেদের জওহর কোট ছাড়া আর তেমন জ্যাকেটের চল নেই এখানে। অনামিকা খন্নার নতুন ডিজাইনে দেখা দিল এ বার মহিলাদের বিয়ের সাজের সঙ্গে মানানসই জ্যাকেট। লেহঙ্গা থেকে শাড়ি, সব ধরনের সাজেই তা জুড়তে পারে নয়া মাত্রা।

Advertisement

অনামিকার জ্যাকেটের ডিজাইন ইতিমধ্যেই নজর কেড়েছে গোটা বিশ্বের। ককটেল ড্রেসের সঙ্গে হোক বা রোজের অফিসের সাজ, নানা ধরনের জ্যাকেট এখন তাঁর ডিজাইনের গুরুত্বপূর্ণ অঙ্গ। সপ্তাহ কয়েক আগে তেমনই এক জ্যাকেটের সাজে দেখা গিয়েছে মাধুরী দিক্ষিতকে। জমকাল স্কার্টের সঙ্গে লাল জ্যাকেটের বেশে একেবারে নব রূপে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
এ বার দেখা গেল ধাতব রঙে বধূ-সাজের নতুন ডিজাইন। কালচে রঙের উপরে সুতো আর জড়ির কাজ করা সেই জ্যাকেটে একেবারেই নতুন রুচির বিয়ের সাজের ইঙ্গিত দিলেন ডিজাইনার। আধুনিক কনেদের জন্য তা বেশ মানানসই বলেই মত ফ্যাশন জগতের অনেকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement