Bizarre

এক বছরে স্নানের থেকেও বেশি বার সঙ্গম! কোন কাজ কত বার, নিজেই পরিসংখ্যান দিলেন মডেল

আমেরিকার এক মডেল সম্প্রতি টুইটারে নিজের ব্যক্তিগত কাজকর্মের এক পরিসংখ্যান প্রকাশ করেছেন। দাবি করেছেন, ২০২২ সালে তিনি যত বার স্নান করছেন, তার থেকে অনেক বেশি বার লিপ্ত হয়েছেন সঙ্গমে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ১৮:৫৬
Share:

৩৭ বছরের এই মডেল সম্প্রতি টুইটারে নিজের ব্যক্তিগত কাজকর্মের এক পরিসংখ্যান প্রকাশ করেছেন। ছবি: সংগৃহীত

তিনি একাধারে মডেল ও গবেষক। নাম মোনোনিমাস আয়েলা। ৩৭ বছরের এই মডেল সম্প্রতি টুইটারে নিজের ব্যক্তিগত কাজকর্মের এক পরিসংখ্যান প্রকাশ করেছেন। আর সেই পরিসংখ্যান প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল চর্চা। আয়েলা দাবি করেছেন, ২০২২ সালে তিনি যত বার স্নান করছেন, তার থেকেও অনেক বেশি বার লিপ্ত হয়েছেন সঙ্গমে।

Advertisement

আয়েলা এক সময়ে বেশ নামজাদা মডেল ছিলেন। মাসিক আয় ছিল আশি লক্ষ টাকারও বেশি। সে সব ছেড়ে এক তিনি কাজ করেন ‘ডাটা সায়েন্টিস্ট’ হিসাবে। টুইটারে নিজের বিভিন্ন কাজের পরিসংখ্যান প্রকাশ করেছেন তিনি। সেই হিসাব বলছে, গত বছরে সব মিলিয়ে ৩৭ বার স্নান করেছেন তিনি। সেখানে সঙ্গমে লিপ্ত হয়েছেন অন্তত ৬৩ বার। এ ছাড়াও হরেক রকম কাজের পরিসংখ্যান দিয়েছেন তিনি। জানিয়েছেন, গত এক বছরে বাইরে গিয়েছেন ২২২ বার, মলত্যাগ করেছেন ১৯৪ বার, মদ্যপান করেছেন ১১৮ বার, কেঁদেছেন ৫৯ বার, নাচ করেছেন ৬৪ বার।

নিজের কাজের সূত্রেই বিভিন্ন ধরনের পরিসংখ্যান নিয়ে কাজ করতে ভালবাসেন তিনি। আর সেই কারণেই নিজের বিভিন্ন কাজের হিসাব রাখেন। কিন্তু বছরে এত কম স্নান করেন কেন? আয়েলার দাবি, ত্বকে যে ‘মাইক্রোবায়ম’ থাকে তা বিঘ্নিত হয় অতিরিক্ত স্নানে। তাই বার বার স্নান করার বিরোধী তিনি। তবে নিয়মিত স্নান না করলেও রোজ বাহুমূল ও গোপনাঙ্গ পরিষ্কার করেন তিনি। মডেল একা নন, আমেরিকায় বহু মানুষকেই এখন বার বার স্নান করার বিরোধিতা করতে দেখা যাচ্ছে। তালিকায় আছেন জেক গ্যালেনহ্যাল ও টেলর সুইফ্টের মতো তারকাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement