Bizarre

যৌন দৃশ্যে অভিনয়ের সময়ে অ্যাপেন্ডিক্স ফাটল! কোনও রকমে প্রাণ বাঁচল পর্ন অভিনেত্রীর

পর্ন তারকা অ্যাঞ্জেলা হোয়াইট যৌন দৃশ্যে অভিনয় করার সময়ে অ্যাপেন্ডিক্স ফেটে শরীরের ভিতর রক্তপাত শুরু হয়। কী ভাবে প্রাণে বাঁচলেন তিনি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:১৯
Share:

২০১৩ সালের অভিজ্ঞতা ভাগ করে নিলেন অ্যাঞ্জেলার সহ-অভিনেতা। ছবি: শাটারস্টক।

নীলছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে পর্ন তারকা অ্যাঞ্জেলা হোয়াইট প্রাণটাই প্রায় চলে যাচ্ছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অ্যাঞ্জেলার সহ-অভিনেতা কেইরিন লি এমনই দাবি করেছেন। ২০১৩ সালের এক ঘটনার কথা বলতে গিয়ে কেইরিন বলেন, ‘‘ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার পর অ্যাঞ্জেলার অবস্থা এতটাই শোচনীয় হয়ে পড়ে যে, আমি ওকে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু অ্যাঞ্জেলার ক্ষতি করার কোনও রকম উদ্দেশ্য ছিল না।’’

Advertisement

ঠিক কী হয়েছিল ছবির সেটে? সাক্ষাৎকারে সে কথা খোলাখুলি বলেন কেইরিন। অভিনেতা বলেন, ‘‘প্রায় এক ঘণ্টা ধরে আমরা কন্টেট শুট করি সে দিন। অভিনয়ের পর আমরা যে যার বাড়িতে চলে যাই। দু’দিন পর অ্যাঞ্জেলা জানায়, ওর পেটে ভীষণ যন্ত্রণা হচ্ছে। অবিলম্বে চিকিৎসকের কাছে যেতে হবে। চিকিৎসকের কাছে গিয়ে জানা যায়, ওর অ্যাপেন্ডিক্স ফেটে গিয়ে শরীরের ভিতর রক্তপাত হচ্ছে। ঠিক সময়ে হাসপাতালে না নিয়ে গেলে ওর মৃত্যু হতে পারত। আমি ভীষণ ভয় পেয়ে যাই। খালি মনে হতে থাকে, আমার জন্য অ্যাঞ্জেলার প্রাণটাও চলে যেত পারত।’’

এই ঘটনা ঘটার পর ২০১৬ সালে অ্যাঞ্জেলাও সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করে নেন সকলের সঙ্গে। তিনি জানান, ‘‘ওই পরিস্থিতিতে চিকিৎসকরা জটিল অস্ত্রোপচার করে আমার অ্যাপেন্ডিক্সটি কেটে বাদ দিয়ে দেন। যৌন দৃশ্যে অভিনয় করতে গিয়েই এমনটা হয়েছিল। তবে অস্ত্রোপচারের দিন চারেক পরেই আমি মনে জোর নিয়ে কাজে ফিরি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement