দাদার সঙ্গে জয়ের উদ্যাপন অচিন্ত্যের ছবি: পিটিআই।
কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিয়েছেন বাংলার অচিন্ত্য শিউলি। ভারোত্তোলনের ৭৩ কিলোগ্রাম বিভাগে সোনা জিতেছেন হাওড়ার সোনার ছেলে। ‘স্ন্যাচিং’ ও ‘ক্লিন অ্যান্ড জার্ক’ মিলিয়ে মোট ৩১৩ কিলোগ্রাম তুলে কমনওয়েলথ গেমসের ইতিহাসে রেকর্ডও গড়েছেন অচিন্ত্য। সম্প্রতি তাঁকেই দেখা গেল পার্ক স্ট্রিটের একটি জনপ্রিয় রেস্তরাঁয়।
দাদার সঙ্গে অচিন্ত্য। ছবি: নিজস্ব চিত্র।
অচিন্ত্যর বাড়ি হাওড়ার দেউলপুরে। আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হতে গেলে খাওয়াদাওয়াতেও রাখতে হয় বিশেষ নজর। কিন্তু তার মধ্যেও সোনা জিতে ফিরে আত্মীয়-পরিজনদের সঙ্গে আনন্দ উদ্যাপন করতে ভোলেননি তিনি। দাদাকে নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন রেস্তরাঁয়। ১৮ অগস্ট সেই রেস্তরাঁর ছবি নিজের ইনস্টাগ্রামেও প্রকাশ করেন তিনি।