Achinta Sheuli

Achinta Sheuli: সোনা জয়ের উদ্‌যাপন! দাদার সঙ্গে শহরের রেস্তরাঁয় অচিন্ত্য শিউলি

কমনওয়েলথ গেমসে সোনা জিতে কিছু দিন আগে বাড়ি ফিরেছেন ভারোত্তোলক অচিন্ত্য শিউলি। সম্প্রতি তাঁকে দেখা গেল একটি শহরের রেস্তরাঁয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ১৯:৫৭
Share:

দাদার সঙ্গে জয়ের উদ্‌যাপন অচিন্ত্যের ছবি: পিটিআই।

কমনওয়েলথ গেমসে দেশকে সোনা এনে দিয়েছেন বাংলার অচিন্ত্য শিউলি। ভারোত্তোলনের ৭৩ কিলোগ্রাম বিভাগে সোনা জিতেছেন হাওড়ার সোনার ছেলে। ‘স্ন্যাচিং’ ও ‘ক্লিন অ্যান্ড জার্ক’ মিলিয়ে মোট ৩১৩ কিলোগ্রাম তুলে কমনওয়েলথ গেমসের ইতিহাসে রেকর্ডও গড়েছেন অচিন্ত্য। সম্প্রতি তাঁকেই দেখা গেল পার্ক স্ট্রিটের একটি জনপ্রিয় রেস্তরাঁয়।

Advertisement

দাদার সঙ্গে অচিন্ত্য। ছবি: নিজস্ব চিত্র।

অচিন্ত্যর বাড়ি হাওড়ার দেউলপুরে। আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হতে গেলে খাওয়াদাওয়াতেও রাখতে হয় বিশেষ নজর। কিন্তু তার মধ্যেও সোনা জিতে ফিরে আত্মীয়-পরিজনদের সঙ্গে আনন্দ উদ্‌যাপন করতে ভোলেননি তিনি। দাদাকে নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন রেস্তরাঁয়। ১৮ অগস্ট সেই রেস্তরাঁর ছবি নিজের ইনস্টাগ্রামেও প্রকাশ করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement