Porn Star

‘নগ্ন শরীর ঘামে ভিজে চুপচুপে হয়ে গিয়েছিল’ প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন পর্ন তারকা

শুট চলাকালীন নানা অসুবিধা নিয়ে অকপট হলেন ড‍্যামিয়ান অলিভার নামে এক পর্ন তারকা। তিনি একাধারে প্রাক্তন ফুটবলারও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২৩ ১৪:৫৫
Share:

প্রথম দিনের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে অকপট তারকা। ছবি: সংগৃহীত।

ছিলেন সম্ভাবনাময় ফুটবলার। যে কোনও দিন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতেও দেখা যেত। কিন্তু শেষ পর্যন্ত ভাগ‍্যের ফেরে হয়ে গেলেন পর্ন তারকা। সম্প্রতি পর্ন শুট চলাকালীন নানা অসুবিধা নিয়ে অকপট হলেন ড‍্যামিয়ান অলিভার নামে ওই তারকা।

Advertisement

অনেকেরই ধারণা, পর্ন তারকাদের কাজের ক্ষেত্রে ততটাও শারীরিক এবং মানসিক শ্রম প্রয়োজন পড়ে না। কিন্তু অলিভার জানিয়েছেন, এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত। এই পেশার জগতে আসার আগে তাঁরও ঠিক এমনটাই মনে হত। কিন্তু প্রথম দিন পর্ন ভিডিয়ো শ‍্যুট করতে গিয়ে তিনি বুঝেছেন, ধৈর্য আর সহ‍্যশক্তি না থাকলে, এই জগতে টিকে থাকা শক্ত।

ফুটবল খেলা ছেড়ে দিয়ে বছর চারেক আগে পর্ন তারকা হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন অলিভার। সেই শুরু। ফুটবলে এক রকম লড়াই ছিল। কিন্তু এই পেশায় এসে তিনি যেন অকূল পাথারে পড়েন। কিন্তু মনের জোরে সমস্ত প্রতিবন্ধকতা পার করে সাফল‍্যের মুখ দেখেছেন।

Advertisement

জীবনের প্রথম পর্ন ভিডিয়ো শুট করে পারিশ্রমিক পেয়েছিলেন মাত্র ১৫০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যার মূল‍্য ১৪ হাজার টাকা। বিলাসব‍্যসনে জীবন কাটানো তো দূর, হাতখরচই ঠিক মতো উঠত না।

সেই সঙ্গে আরও অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। চড়া আলোর সামনে দীর্ঘ ক্ষণ নগ্ন হয়ে দাঁড়িয়ে থাকতে হত। শরীর ভিজে যেত ঘামে। নিজের ঘামে পিছলে যেতেন নিজেই। কিন্তু তা-ও কিছু বলতে পারতেন না। উন্মক্ত শরীরে অচেনা সহঅভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ‍্যে অভিনয়, অস্বস্তি হলেও একই দৃশ‍্য একাধিক বার শুট করা। অলিভারের কথায়, ‘‘এখন অনেকেই আমাকে দেখে এই পেশা বেছে নিতে আগ্রহী। কিন্তু আমি বলব ভাল করে ভেবে নিয়ে তবেই এই জগতে আসা উচিত। কারণ এমন অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেগুলি সব সময়ে সহনশীল না-ও হতে পারে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement