Surya Kumar Yadav

বড় ম্যাচের আগে স্ত্রীকে পাশে রেখে উত্তাপ নেন সূর্য, নিজেই ফাঁস করলেন তুকতাক

সব বড় ম্যাচে খেলতে নামার আগে কাকে প্রয়োজন হয় তাঁর? মাঠে দুরন্ত এই পারফরম্যান্সের পিছনে ডানহাতি এই ব্যাটারের সাফল্যের রহস্য কী, জানেন?

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২২ ১৩:২৪
Share:

তরোয়াল চালানোর ভঙ্গিতে ব্যাট চালাতে পারেন সূর্যই। ছবি- সংগৃহীত

আর কিছু ক্ষণের মধ্যেই শুরু হবে ২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।

Advertisement

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম তারকা সূর্যকুমার অশোক যাদব। সূর্যের মতোই দীপ্ত তাঁর পারফরম্যান্স। ব্যাট করতে নামেন চার নম্বরে। স্ট্রাইক রেট থাকে দুশোর কাছাকাছি। খেলার মাঠে সূর্যের অপ্রচলিত সব শট দেখতে উদ্‌গ্রীব হয়ে থাকেন দর্শক থেকে অনুরাগীরা।

Advertisement

সূর্যের তাক লাগানো খেলায় মজে বিশ্বের তাবড় তাবড় প্রাক্তন খেলোয়াড়। তাঁর প্রতিটি শট নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। সূর্যের ভয়ঙ্কর সুন্দর আপারকাট মাঠে তাঁর সাফল্যের অন্যতম অস্ত্র। কিন্তু সব বড় ম্যাচে খেলতে নামার আগে কাকে প্রয়োজন হয় তাঁর? মাঠে দুরন্ত এই পারফরম্যান্সের পিছনে ডানহাতি এই ব্যাটারের সাফল্যের রহস্য কী, জানেন?

মিস্টার ৩৬০ ডিগ্রি। ছবি- সংগৃহীত

১) যে কোনও ম্যাচের আগে পর্যাপ্ত ঘুম জরুরি। স্নায়ুর চাপ কমাতে তাই টানা অনেক ক্ষণ ঘুমিয়ে তবেই মাঠে নামেন সূর্য কুমার।

২) প্রতি দিন বিভিন্ন রকমের বাদাম এবং ওমেগা ৩ থাকবেই তাঁর খাবারের তালিকায়।

৩) ডিম, মাছ, মাংস এবং দুগ্ধজাত খাবারই সূর্যর প্রতি দিনের খাবারে প্রোটিনের উৎস।

৪) ম্যাচ না থাকলেও সারা দিন অনুশীলনে যথেষ্ট পরিশ্রম করতে হয় খেলোয়াড়দের। তাই শরীরে জলের ঘাটতি থেকে যেন কোনও অসুবিধা না হয়, তাই পর্যাপ্ত জল ছাড়াও নানা রকম তরল পানীয়, ইলেকট্রলাইট খেতে হয় রোজ।

বাইশ গজে সূর্য। ছবি- সংগৃহীত

৫) এ ছাড়া সময় পেলেই জিমে গিয়ে ঘাম ঝরান নতুন এই মিস্টার ৩৬০ ডিগ্রি ক্রিকেটার।

৬) খেলার আগে ক্রিকেট নিয়ে কথা বলতে একদম পছন্দ করেন না সূর্য। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, শুধু তাঁর স্ত্রীর সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement