কান ফোটানোর ৮ উপকারিতা

সেই পুরাকাল থেকেই মহিলাদের কান ফোটানোর রেওয়াজ আছে। জানা যায় শুধু মেয়েদেরাই নয়, আগেকার দিনে পুরুষরাও কান ফুটো করে দুল পরতেন। অবশ্য সময়ের পরিবর্তনে সেই প্রথাও ধীরে ধীরে অবলুপ্ত হয়েছে। যদিও মহিলারা এখনও কান বিঁধিয়ে বাহারি দুল পরেন। এখনকার ছেলেদের মধ্যে অনেকেই কানে ‘পিয়ারসিং’ করাচ্ছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ১৫:১৪
Share:

কানের লতিতে বিভিন্ন প্রেশার পয়েন্ট রয়েছে, কারণের মাঝখানে চাপ দিলে শরীরের ইমিউন সিস্টেম ভাল হয়। অসুস্থতা অনেকাংশেই কম হয়।

সেই পুরাকাল থেকেই মহিলাদের কান ফোটানোর রেওয়াজ আছে। জানা যায় শুধু মেয়েদেরাই নয়, আগেকার দিনে পুরুষরাও কান ফুটো করে দুল পরতেন। অবশ্য সময়ের পরিবর্তনে সেই প্রথাও ধীরে ধীরে অবলুপ্ত হয়েছে। যদিও মহিলারা এখনও কান বিঁধিয়ে বাহারি দুল পরেন। এখনকার ছেলেদের মধ্যে অনেকেই কানে ‘পিয়ারসিং’ করাচ্ছেন। এতে শুধু মাত্র স্টাইল স্টেটমেন্ট বাড়ে না, কান ফোটানোর অনেক উপকারও রয়েছে। অবাক হলেন ? কিন্তু এটাই সত্যি। জেনে নিন কান ফোটানোর উপকারিতা।

Advertisement

আরও পড়ুন: যে যাই বলুক, মন খুলে হাসুন আর সুস্থ থাকুন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement