Tea Usage

ঘুম থেকে উঠে এক কাপ চায়ে শরীর চাঙ্গা হয়, আর কী ভাবে ব্যবহার করা যায় চা পাতা?

চা খাওয়া ছাড়াও এর পাতা নানা ভাবে ব্যবহার করা যায়। ঘরের কোন কোন কাজে লাগাবেন চা এবং চা পাতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৯
Share:

চা এবং চা পাতা দিয়ে কত কাজ হয় জানেন? ছবি: সংগৃহীত।

সকালে উঠে এক কাপ ধূমায়িত চা না হলে চলে না? সান্ধ্য আড্ডা বা কাজের ফাঁকে নিজেকে চাঙ্গা করার জন্য চায়ের খোঁজ বার বারই পড়ে। কিন্তু চা শুধু পানীয় হিসাবে নয়, নানা কাজে ব্যবহার করতে পারেন।

Advertisement

প্রাকৃতিক সার

চা পাতা সার হিসাবেও ব্যবহার করা যায়। গাছের গোড়ায় কিছুটা চা পাতা ছড়িয়ে দিলেই তা সারে পরিণত হবে। এতে থাকে পটাশিয়াম, নাইট্রোজেন-সহ বিভিন্ন খনিজ। যা গাছের বাড়বৃদ্ধিতে সহায়ক। অনেকে চা তৈরির পরে সেই পাতা শুকিয়েও গাছের গোড়ায় দেন।

Advertisement

রান্নায় ব্যবহার

রান্নার ঝোল বা কাইয়ের রং গাঢ় করতে চায়ের লিকার ব্যবহার করা হয়। মাংস রান্নাতেও চায়ের লিকার ব্যবহার করা হয়। এ ছাড়া পিন্ডি ছোলের কালচে রং আনতেও চা পাতার ব্যবহার রয়েছে।

দুর্গন্ধ দূর করে

রান্নাঘর থেকে ফ্রিজ, জুতোর বিশ্রী গন্ধ দূর করতে একটু চা পাতাই দারুণ কাজ করবে। রান্নাঘরে বা ফ্রিজে একটি বাটিতে চা পাতা রেখে দিতে পারেন। তবে বেশ কিছু দিন অন্তর তা পাল্টে ফেলতে হবে। বর্ষায় ঘরে একটা গন্ধ ছাড়ে। এ ক্ষেত্রেও কাজে আসতে পারে চা পাতা। একটি কাপড়ে চা পাতা বেঁধে কোনও একটি জায়গায় রেখে দেওয়া যেতে পারে। জুতোর গন্ধ দূর করতে তার মধ্যে ‘টি ব্যাগ’ ফেলে রাখতে পারেন।

পরিষ্কার করতে

চা পাতা ফেলে দেওয়ার আগে সব্জি কাটার বোর্ড তা দিয়ে ঘষে নিতে পারেন। এতে বোর্ডটি শুধু পরিষ্কার হবে তা-ই নয়, সব্জির গন্ধও চলে যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement