Post Holi Hair Care

রং খেলার পরে চুল আরও রুক্ষ হয়ে পড়েছে? ঘরোয়া ৩ মাস্কেই ফিরবে হারানো জেল্লা

রঙের উৎসবের পরেই চুল নিয়ে চিন্তা! রং খেলার পর চুল আরও রুক্ষ মনে হচ্ছে? হাতের কাছে থাকা উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন চুলের জন্য মাস্ক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৭:৩২
Share:

রং খেলে চুলের অবস্থা বেহাল? রুক্ষ কেশের যত্ন নিতে ব্যবহার করুন বাড়িতে তৈরি মাস্ক। ছবি: আনন্দবাজার ডট কম

রঙে থাকা ক্ষতিকর রাসায়নিকের কারণে রং তুলতে বার বার শ্যাম্পু করার পর থেকেই চুলের অবস্থা শোচনীয়? এমন সময় দরকার চুলের বিশেষ যত্ন। তেল মালিশের পাশাপাশি রুক্ষ এবং ক্ষতিগ্রস্ত চুলের জেল্লা ফেরাতে পারে বিশেষ মাস্ক।

Advertisement

হাতের কাছে থাকা বিভিন্ন উপাদান দিয়ে বাড়়িতেই তা বানিয়ে ফেলতে পারেন।

নারেকেলের দুধের মাস্ক: চুল অত্যন্ত রুক্ষ হয়ে গেলেও তাকে বশে আনতে পারে নারকেলের দুধ। রকমারি ভিটামিন, খনিজ, ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি-অক্সিড্যান্ট পাওয়া যায় এতে। চুল নরম, মসৃণ করতে নারকেলের দুধ অত্যন্ত কার্যকর। ৪ টেবিল চামচ নারকেলের দুধের সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল বা নারকেল তেল এবং ১ চা চামচ মধু মিশিয়ে মাস্ক বানিয়ে নিন। পরিষ্কার চুলে মিনিট ২০ লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। এক বার ব্যবহারেই তফাত বোঝা যাবে।

Advertisement

অ্যাপেল সাইডার ভিনিগার: মাথার ত্বক পরিষ্কার রাখতে, চুলের যত্নে অ্যাপেল সাইডার ভিনিগারও উপকারী। বিশেষত খুশকির সমস্যায় এটি কার্যকর। মাথার ত্বকে রং জমে থাকলে, তা চুলের পক্ষে ক্ষতিকর হয়ে উঠতে পারে। অ্যাপেল সাইডার ভিনিগার মাথার ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি চুলে আর্দ্রতা জোগায়। দেড় চামচ অ্যাপেল সাইডার ভিনিগার, ২ টেবিল চামচ মধু, ১ চা চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ভিজে চুলে ২০ মিনিট লাগিয়ে রাখুন। তার পর শ্যাম্পু করে নিন।

কলা, অলিভ অয়েল, মধুর মাস্ক: চুলের রুক্ষ ভাব দূর করতে কলাও মাখা যায়। পটাশিয়াম এবং অন্যান্য ভিটামিন, খনিজে ভরপুর কলা চুলের জেল্লা ফেরাতে সহায়ক। ১টি পাকা কাঁঠালি কলা চটকে নিন। কোনও দলা যেন না থাকে।তার সঙ্গে ১ টেবিল চামচ অলিভ অয়েল বা এক চা-চামচ মধু মিশিয়ে নিন। মধু এবং অলিভ অয়েল চুলে আর্দ্রতা জোগাতে এবং তা ধরে রাখতে সাহায্য করে। মাথায় মাস্কটি ১৫-২০ মিনিট রাখলেই যথেষ্ট। তবে চুল খুব ভাল করে ধুয়ে শ্যাম্পু মেখে নিন। কলা, তেল চুলে লেগে থাকলে সেটিও ক্ষতির কারণ হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement