Red Lip Look

নায়িকাদের মতো গাঢ় লাল রঙে ঠোঁট রাঙাতে চান? জেনে নিন ওষ্ঠরঞ্জনের ৫ ধাপ

লাল রঙের ওষ্ঠরঞ্জনীর বাড়তি আবেদন থাকেই। শাড়ি হোক বা হালকা কোনও আধুনিক পোশাক, ওষ্ঠ রঞ্জিত করার সঠিক কৌশল জেনে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৫ ১৬:৫০
Share:

লাল রঙা লিপস্টিকের ছোঁয়া আলিয়া ভট্ট এবং করিনা কপূরের ওষ্ঠে। ছবি: ইনস্টাগ্রাম।

হাল ফ্যাশনের শাড়ি হোক বা পশ্চিমী কেতার পোশাক, সাবেক সাজ বা আধুনিক রূপসজ্জা— গাঢ় লাল রঙের ওষ্ঠরঞ্জনী যে কোনও সাজের সঙ্গেই মানানসই হতে পারে। লাল ঠোঁটে নারী হয়ে ওঠে আবেদনময়ী।

Advertisement

কিন্তু লাল রঙের লিপস্টিক বুলিয়ে নিলেই কি নায়িকা, অভিনেত্রীদের মতো সৌন্দর্য মেলে? কিছু দিন আগেই লাল রঙের ওষ্ঠরঞ্জনীতে নজর কেড়েছিলেন সদ্য অভিনয় জগতে পা রাখা রবিনা টন্ডনের কন্যা রাশা থাডানি। ‘আজ়াদ’ ছবিতে অজয় দেবগনের ভাইপো আমন দেবগনের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

রাশার সাজসজ্জা ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। বিভিন্ন সময়ে বলিউড তারকাদের দেখা গিয়েছে লাল রঙের লিপস্টিকে। লাল রঙে ওষ্ঠ রঞ্জিত করতে হলে শুধুমাত্র লিপস্টিক ঠোঁটে বুলিয়ে নিলেই চলবে না। কোন কৌশলে কাঙ্ক্ষিত লক্ষ্যলাভ হবে?

Advertisement

১.রূপটানের সময় যেমন ত্বককে প্রস্তুত করতে হয়, তেমনই নিয়ম ঠোঁটের জন্যও। শুষ্ক, ফাটা, চামড়া উঠতে থাকা ঠোঁটে যত রকম ভাবেই রঞ্জনী ব্যবহার হোক না কেন, তা দেখতে ভাল লাগবে না। ঠোঁট আর্দ্র, নরম হলে তবেই লিপস্টিক ব্যবহারের পর তা দেখতে ভাল লাগে। সে কারণে শুরুতেই দরকার এক্সফোলিয়েশন। যদি কোনও অনুষ্ঠানে যাওয়ার আগে মনে হয়, ঠোঁট শুকিয়ে চাম়ড়া উঠছে, তা হলে প্রথমেই পেট্রোলিয়াম জেল, নারকেল তেল বা ঠোঁটের কোনও ক্রিম ভাল করে লাগিয়ে নিতে হবে। তার পর খুব নরম দাঁত মাজা ব্রাশের সাহায্যে তা আলতো করে ঘষতে হবে। এতে ঠোঁটের শুষ্ক চামড়া, মৃত কোষ উঠে যাবে।

২. কারও ঠোঁটে কালচে ভাব থাকে, কারও ঠোঁটে রঙের অসামঞ্জস্যও থাকে। যে কোনও রং সুন্দর করে ফুটিয়ে তুলতে হলে, সেই খুঁত ঢাকা দরকার। এ কাজে সাহায্য করবে ফাউন্ডেশন। এ জন্য ঠোঁটের প্রাইমারও ব্যবহার করতে পারেন।

৩. ফাউন্ডেশন খুব ভাল করে ঠোঁটে মিলিয়ে নেওয়ার পর লিপ লাইনার দিয়ে ঠোঁট একে নিন। বেশি চওড়া ঠোঁট হলে লাইন টানতে পারেন একটু ভিতর দিয়ে আবার সরু ঠোঁট হলে নিয়ম হবে ঠিক উল্টো। তবে গাঢ় নয়, বেছে নিতে পারেন হালকা বা ন্যুড রং।

৪. ক্রিমি ম্যাট লিপস্টিক, লিকুইড ম্যাট, লিকুইড গ্লস, নানা ধরনের লিপস্টিক হয়। মুখ, ত্বক এবং সাজের সঙ্গে মানানসই লালের কোনও শেড বেছে নিন। ঠোঁটের ধরন শুষ্ক হলে ক্রিমের মতো লিপস্টিক বা গ্লস জাতীয় লিপস্টিক বাছাই করতে পারেন। লিপ লাইনার দিয়ে ঠোঁট আঁকার পর এটি ব্যবহার করতে হবে।

৫. লিকুইড লিপস্টিক চট করে ওঠে না। কিন্তু অনেক ধরনের লিপস্টিকেই চা-কফি খাওয়ার সময় কাপে দাগ পড়ে যায়। এই সমস্যা এড়াতে লিপস্টিক ব্যবহারের পর ব্লটিং পেপার চেপে ধরে, অতিরিক্ত লিপস্টিক উঠিয়ে দিতে পারেন। আবার টিস্যু পেপার দিয়ে চেপে অতিরিক্ত লিপস্টিক তুলে দিতেও পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement