Marriage

বিয়ের জন্য পাত্রী নেই! ১০০ কিলোমিটার হেঁটে ভগবানের দ্বারে যাবেন ২০০ জন যুবক

বিয়ে করতে চান, কিন্তু পাত্রী পাওয়া যাচ্ছে না। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে চাই ভগবানের সাহায্য। তাই শিবের দরবারে পৌঁছনোর যাত্রা শুরু করতে চলেছেন কর্নাটকের ২০০ জন অবিবাহিত যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৫২
Share:

গ্রামের প্রায় ২০০ জন পুরুষ বিয়ে করতে চেয়েও রয়ে গিয়েছেন অবিবাহিত। প্রতীকী ছবি।

কর্নাটকের ছোট্ট গ্রাম মাদ্দুর। সম্প্রতি এক বিশেষ কারণে উঠে এসেছে চর্চায়। এই গ্রামের পুরুষরা পাত্রীর খোঁজে মহাদেশওয়ারা পর্বতের উদ্দেশে শুরু করেছেন পদযাত্রা। কারণ মাদ্দুরের কোনও মেয়ে কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু শহরের কোনও পাত্র ছাড়া বিয়ে করতে রাজি নয়। ফলে গ্রামের প্রায় ২০০ জন পুরুষ এখনও বিয়ে করতে চেয়েও রয়ে গিয়েছেন অবিবাহিত।

Advertisement

ডি.পি মাল্লেশ নামে ৩৩ বছর বয়সি এক যুবক ওই পদযাত্রায় অংশ নেবেন। মাল্লেশ বিগত পাঁচ বছর ধরে বিয়ের জন্য পাত্রী খুঁজে চলেছেন। কিন্তু কিছুতেই শেষ পর্যন্ত ছাঁদনাতলা পর্যন্ত যাচ্ছিল না বিষয়টি। বিয়ের জন্য সম্বন্ধ যে আসেনি, এমন নয়। সব কিছু ঠিক থাকলেও প্রতি বারই সম্বন্ধ ভেঙে গিয়েছিল শুধু তাঁর বাড়ি বেঙ্গালুরুতে নয় বলে। মাল্লেশের মতো এই গ্রামে আরও ১৯৯ জন পুরুষ একই সমস্যায় পড়েছেন। মহাদেশওয়ারা পর্বতকে মাদ্দুরার মানুষ শিবের বাসস্থান বলে ভাবেন। তাই ১০৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে সরাসরি ভগবানের কাছে মনের মতো সঙ্গী চেয়ে প্রার্থনা করতেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে।

তবে এই পদযাত্রার নাম দেওয়া হয়েছে, ‘ব্রহ্মচারীগালা পদযাত্রা’। এই যাত্রার আয়োজক সংস্থার তরফে জানানো হয়েছে, ২০০ জন অবিবাহিত পুরুষকে নিয়ে যাত্রা শুরু হবে। এখনও পর্যন্ত ২০০ জনের আবেদন জমা পড়েছে। শিবামোগ্গা, চামরাজনাগারা থেকে প্রায় ৩০০ জন অবিবাহিত পুরুষ এই পদযাত্রায় অংশ নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন। কিন্তু সব মিলিয়ে ২১০ জনের বেশি এই মিছিলে নেওয়া হবে না। এই পদযাত্রা অংশগ্রহণকারী সকলেরই বয়স প্রায় ৩০-এর কাছাকাছি। বিয়ে করতে চেয়ে এই মিছিলে হাঁটবেন, এমন পুরুষের সংখ্যা বেশি। কিন্তু তার মধ্যে এমন অনেকেই আছেন, যাঁরা ব্যক্তিগত সমস্যার সমাধানে কিংবা ভাগ্য ফেরানোর প্রার্থনা নিয়েও হাঁটবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement