Perfumes

ঘরে সুগন্ধি ছড়াতে গিয়ে প্রাণ গেল কিশোরীর! কী ভাবে ঘটল এমন? কী বললেন চিকিৎসক?

অটিজ়মে আক্রান্ত জর্জিয়া হঠাৎ অচৈতন্য হয়ে পড়ায় বাবা-মা তাকে ধরে বিছানায় শুইয়ে দিতে যান। তখনই তাঁদের সন্দেহ হয়। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ২৩:০৯
Share:

চিকিৎসকদের মতে, এই ধরনের সুগন্ধিতে থাকা বিষাক্ত রাসায়নিক এবং গ্যাস থেকে মৃত্যুর ঘটনা নতুন নয়। প্রতীকী ছবি।

টেলিভিশনে দেখা বিজ্ঞাপনই কাল হল। বছর ১৪-র ছোট্ট মেয়ে বন্ধ ঘরের চারদিকে সুগন্ধি উড়িয়ে মাখতে গিয়ে হঠাৎ ঢলে পড়ল মৃত্যুর কোলে। আপাত ভাবে সুস্থ কিশোরী জর্জিয়া গ্রিন আর পাঁচটি দিনের মতোই স্নান সেরে, পোশাক পরার আগে গায়ে ডিয়োডোর‌্যান্ট মাখছিল। অটিজ়মে আক্রান্ত জর্জিয়া হঠাৎ অচৈতন্য হয়ে পড়ায় বাবা-মা তাকে ধরে বিছানায় শুইয়ে দিতে যান। তখনই তাঁদের সন্দেহ হয়। তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু সাধারণ গায়ে মাখার ডিয়োডোর‌্যান্ট থেকে এমন ঘটনা কী করে ঘটল?

Advertisement

চিকিৎসকদের মতে, এই ধরনের সুগন্ধিতে থাকা বিষাক্ত রাসায়নিক এবং গ্যাস থেকে মৃত্যুর ঘটনা নতুন নয়। তাই শিশুদের হাতের নাগাল থেকে দূরে রাখতে বলা হয় এই জাতীয় প্রসাধনীগুলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement