Viral News

‘বড় একা লাগত, তাই বিয়েটা সেরেই ফেললাম!’, ১০৩ বছর বয়সে ৪৯ বছরের মহিলাকে বিয়ে বৃদ্ধের

নিঃসঙ্গতা কাটাতে ১০৩ বছর বয়সে আবার বিয়ে সারলেন ভোপালের বাসিন্দা হবিব নাজ়ার। হবিবের নতুন স্ত্রী ফিরোজ় জাহানের বয়স ৪৯ বছর। সম্প্রতি সমাজাধ্যমে হবিব ও ফিরোজ়ের বিয়ের ভিডিয়োটি ভাইরাল হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৪ ১৭:০৬
Share:

সেঞ্চুরি পার করেও বিয়ে সারলেন বৃদ্ধ। ছবি: সংগৃহীত।

অনেকেই নানা কুমন্তব্য করেছেন। তবে তাঁর সিদ্ধান্ত বদলায়নি। নিঃসঙ্গতা কাটাতে ১০৩ বছর বয়সে আবার বিয়ে সারলেন ভোপালের বাসিন্দা হবিব নাজ়ার। হবিবের নতুন স্ত্রী ফিরোজ় জাহানের বয়স ৪৯ বছর। সম্প্রতি সমাজমাধ্যমে হবিব ও ফিরোজ়ের বিয়ের ভিডিয়োটি ভাইরাল হয়েছে।

Advertisement

ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, ফিরোজ়ের সঙ্গে বিয়ে সেরে অটো করে বাড়ি ফিরছেন হবিব। হবিব ছিলেন এক জন স্বাধীনতা সংগ্রামী। নিঃসঙ্গতা কাটাতেই তৃতীয় বার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হবিব বলেন, ‘‘আমার প্রথম স্ত্রী ছিলেন নাসিকের বাসিন্দা। দ্বিতীয় বার লখনউয়ে গিয়ে আবার বিয়ে করি আমি। তবে আমার দ্বিতীয় স্ত্রীরও মৃত্যু হয়। তার পর থেকেই বড় একা লাগত। কিছু দিন আগেই ফিরোজ়ের সঙ্গে আমার আলাপ হয়। ফিরোজ়ও জীবনসঙ্গীর খোঁজ করছিল। তাই আমরা বিয়ের সিদ্ধান্ত নিই।’’

বিয়ের পর বেশ সুখেই জীবন কাটছে ফিরোজ়ের। হবিবের সঙ্গ পেয়ে বেশ খুশি তিনি। ফিরোজ় বলেন, ‘‘আমিও একাকিত্বে ভুগছিলাম। আমার জীবনে হাবিবকে পেয়ে বেশ খুশি আমি। নিজের ইচ্ছেতেই বিয়ে করেছি, কেউ আমায় জোর করেনি। আমার স্বামী একেবারে সুস্থ রয়েছেন, ওঁর কোনও রকম শারীরিক সমস্যা নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement