বিশ্বের অনেক জায়গায় পশুপাখিদের উপরে নানা ধরনের অত্যাচারের খবর আমরা পাই। কোথাও সিংহদের প্রতিপালন করা হয়, পরে তাদের শিকার করার জন্য। গন্ডার, বাঘ, প্যাঙ্গোলিনদের হত্যা করা হয়, নানা ধরনের ওষুধ তৈরির জন্য। এমনকি দামি জামাকাপড় বানাতে ব্যবহার করা হয় পশুদের চামড়া বা পশম। পশুপ্রেমীরা এই বিষয়ে অনেক দিন ধরেই সরব হলেও, সময়ের সঙ্গে সঙ্গে সচেতনতা বাড়ছে মানুষের মধ্যে। গত বছর ১ নভেম্বর, ওয়ার্ল্ড ভেগান ডে-র দিন পশুদের উপরে অত্যাচারের বিরুদ্ধে বিশ্ব জুড়ে আন্দোলনে নামেন মানুষ। তার কয়েক দিন পরে ভারতের নানা জায়গাতেও এমন আন্দোলনে দেখা যায়। বিশেষত মুম্বই শহরে পশুপ্রেমীদের সঙ্গে এই আন্দোলনে পা মেলাতে দেখা যায় ছাত্রছাত্রীদেরও। দু’বছর আগে রাজ্য সরকারের পশুকল্যাণ বিভাগ জনসাধারণকে পশুদের উপরে অত্যাচারের সম্পর্কে সচেতন করার পরিকল্পনা নেয়। কিন্তু ক’জন মানুষ জানেন, আমাদের দেশে তার জন্য কী আইন রয়েছে, কিংবা কোন ধরনের অপরাধের ক্ষেত্রে কী শাস্তি দেওয়া হয়। যদি কারও এই বিষয়ে দক্ষতা অর্জন বা কাজ করার ইচ্ছে থাকে, তা হলে সেই সুযোগ করে দিচ্ছে হায়দরাবাদের নালসার ইউনিভার্সিটি অব ল’-এর ডায়রেক্টরেট অব ডিসট্যান্স লার্নিং। প্রতিষ্ঠানের অ্যানিমাল ল’ সেন্টারে এই সংক্রান্ত একটি কোর্স রয়েছে: পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অন অ্যানিমাল প্রোটেকশন। এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা পশুদের অধিকার ও কল্যাণ সংক্রান্ত আইনকানুন সম্পর্কে জানতে পারবে, এই ধরনের কোনও সমস্যার সম্মুখীন হলে তা দক্ষতার সঙ্গে সামলাতে ও বিভিন্ন নীতি নির্ধারণেও সাহায্য করতে পারবে। এই স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সটি গত বছর থেকে চালু করা হয়। ছাত্রছাত্রীদের মধ্যে জনপ্রিয়তার কারণে এ বছরও এই কোর্সে ভর্তি প্রক্রিয়া চালু রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। অতিমারির কারণে এক বছরের কোর্সটি পুরোপুরি অনলাইনে করানো হবে। এ বার তাই গোটা প্রোগ্রামটি এমন ভাবে তৈরি করা হয়েছে, যাতে অনলাইনে পড়াশোনা করতে ছাত্রছাত্রীদের অসুবিধে না হয়। শুধুমাত্র এই কোর্সের জন্য তৈরি অনলাইন প্ল্যাটফর্মে নানা সময়ে হরেক পড়াশোনার মেটিরিয়াল, ভিডিয়ো লেকচার এবং প্রেজ়েন্টেশন আপলোড করা হবে ছাত্রছাত্রীদের জন্য। ওয়েবসাইট: http://nalsarpro.org/Courses/ONE-YEAR-Post-Graduate-Diploma/Animal-Protection/About-the-Course। আবেদন করার শেষ তারিখ ৩১ অগস্ট।