প্লেন দুর্ঘটনায় ইংলিশ চ্যানেলে নিখোঁজ হয়ে যান কার্ডিফ সিটি এফসি-র ফুটবলার এমিলিয়ানো সালা।
জানুয়ারি
• পৃথিবী থেকে চাঁদের যে অংশটা দেখা যায় না, সেখানে অবতরণ করল চিনের ‘চ্যাং’ই ৪’ মহাকাশযান। চাঁদের এই দক্ষিণ মেরুতে আগে কোনও মহাকাশযান অবতরণ করেনি।
• ফ্রান্সের ন্যান্টেস থেকে ওয়েলস-এর কার্ডিফ যাওয়ার পথে এক প্লেন দুর্ঘটনায় ইংলিশ চ্যানেলে নিখোঁজ হয়ে যান কার্ডিফ সিটি এফসি-র ফুটবলার এমিলিয়ানো সালা। (২১ জানুয়ারি) পরে ৭ ফেব্রুয়ারি উদ্ধার হয় তাঁর মৃতদেহ। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে ফুটবল দুনিয়ায়। (ছবি ১)
• ২০ ঘণ্টা জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের পরে দখলমুক্ত হয়েছিল নাইরোবির অভিজাত হোটেল ‘ডুসিট ডি টু।’ আল কায়দার সঙ্গে মিলে আল শাবাবের এই হামলায় প্রাণ হারান ১৪ জন।
ফেব্রুয়ারি
• রিপাবলিক অব ম্যাসিডোনিয়া-র নতুন নামকরণ হল ‘রিপাবলিক অব নর্থ ম্যাসিডোনিয়া’।
• ইজরায়েলি সংস্থা স্পেসআইএল চাঁদে পাঠাল তাদের মহাকাশযান বেরেশিট। বেসরকারি অর্থসাহায্যে এই প্রথম কোনও অভিযান হল চাঁদে।
মার্চ
• আফ্রিকার মোজাম্বিকে আছড়ে পড়ল সাইক্লোন ইদাই। মৃতের সংখ্যা হাজারেরও বেশি। সাইক্লোনের কারণে আফ্রিকার দক্ষিণ দিকের অনেক জায়গায় বন্যা পরিস্থিতি এবং বিদ্যুৎ বিপর্যয় হয়।
• দীর্ঘ ৩০ বছর শাসনের পরে কাজাখস্তানের প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেন নুরসুলতান নজরবায়েভ। তাঁর জায়গায় এলেন কাসিম জোমার্ট তোকায়েভ। প্রাক্তন প্রেসিডেন্টকে সম্মান জানাতে রাজধানী আস্থানার নাম পাল্টে হল ‘নুর সুলতান’। (ছবি ২)
• ‘মিশন শক্তি’ প্রকল্পে একটি কৃত্রিম উপগ্রহকে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করল ডিআরডিও। ভারত দেখিয়ে দিল, তারা দেশীয় প্রযুক্তি ব্যবহার করে ভূপৃষ্ঠ থেকে কম উচ্চতায় ঘূর্ণায়মান কোনও শত্রু উপগ্রহকে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। এর আগে বিশ্বে মাত্র তিনটি দেশই এমন কৃতিত্ব দেখিয়েছে— আমেরিকা, রাশিয়া এবং চিন।
এপ্রিল
• প্রায় দু’দশক ক্ষমতায় থাকার পরে সর্বব্যাপী প্রতিবাদের জেরে আলজিরিয়া-র প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেন আবদেলাজ়িজ় ব্যুটেফ্লিকা।
• ফিলিপিন্সের লুজ়ন দ্বীপের কালাও গুহাতে আধুনিক মানুষের ৫০,০০০-৬৭,০০০ বছরের পুরনো আত্মীয়ের খোঁজ মিলল। বিজ্ঞানীরা এর নাম রেখেছেন হোমো লুজ়োনেনসিস।
• নেপাল তাদের প্রথম উপগ্রহ মহাকাশে পাঠাল। নাম নেপালস্যাট-১।
• অ্যাভেঞ্জার্স সিরিজ়ের ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ মুক্তি পেল। ছবিটি পরিচালনা করেছেন অ্যান্টনি ও জো রুসো। বহু প্রতীক্ষিত এই ছবি ভেঙে দিল সব বক্স অফিস রেকর্ড।
• জাপানের সম্রাট আকিহিতো সিংহাসন ছেড়ে দিলেন। দুশো বছরে এই প্রথম কোনও সম্রাট এমন করলেন। ‘হেইসেই’ যুগের অবসান ঘটল। ১ মে থেকে নতুন সম্রাট নারুহিতো সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে দেশে শুরু হল ‘রেইওয়া’ যুগ।
• ২৬৪ দিন জেলে রয়েছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সুইডেনে প্রত্যর্পণ এড়াতে দীর্ঘ সাত বছর লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে ছিলেন অ্যাসাঞ্জ।
এপ্রিলে ইকুয়েডর রাজনৈতিক আশ্রয় তুলে নেওয়ার পরে লন্ডন পুলিশ তাঁকে গ্রেফতার করে এক রকম টেনেহিঁচড়ে সেখান থেকে বার করে নিয়ে যায়। অস্ট্রেলীয় অ্যাসাঞ্জের ঠাঁই হয় বেলমার্শ জেলে। এখনও আমেরিকায় প্রত্যর্পণ এড়ানোর জন্য লড়ে যাচ্ছেন তিনি।
মে
• এক কিলোগ্রাম ভরের নতুন সংজ্ঞা নির্ধারিত হল। এত দিন ফ্রান্সে এক গবেষণাগারে রাখা প্লাটিনাম-ইরিডিয়াম দিয়ে তৈরি এক নিরেট নলাকৃতি বস্তুর ওজন ধরা হত কিলোগ্রাম। নতুন হিসেবে কিলোগ্রামের পরিমাণ নির্ধারিত হল অন্য এককে। মিটার এবং সেকেন্ডের (যা ইতিমধ্যেই মৌলিক মাপে পরিণত) মাপে কিলোগ্রামের নতুন পরিমাণ ঠিক করা হল।
• আমেরিকার কারেন উহ্লেনবেক পেলেন অঙ্কের ‘নোবেল পুরস্কার’ অ্যাবেল প্রাইজ়। এই প্রথম কোনও মহিলা পেলেন অঙ্কের সর্বোচ্চ সম্মানটি। (ছবি ৭)
• ক্রিকেট বিশ্বকাপ শুরু হল ইংল্যান্ড এবং ওয়েলস-এ। ১৪ জুন ছিল ফাইনাল। নিউজ়িল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হল ইংল্যান্ড। (ছবি ৩)
জুন
জুলাই
• ৩০ বছর পরে আবার বাণিজ্যিক ভাবে তিমি শিকার শুরু করল জাপান। আন্তর্জাতিক হোয়েলিং কমিশন থেকে সরে আসার পরেই এই পদক্ষেপ করল তারা।
• মেক্সিকোর পুয়েবলা-য় বন্ধ হয়ে গেল ‘ফোক্সভাগেন বিটল’ গাড়ির উৎপাদন। শেষ উৎপাদিত বিশেষ সংস্করণের গাড়িটি রাখা হবে একটি জাদুঘরে।
• উরসুলা ভন ডার লেয়েন-কে ইউরোপিয়ান ইউনিয়নের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করল ইউরোপীয় সংসদ। ইউরোপীয় ইউনিয়নের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা এই পদে আসীন হলেন।
অগস্ট
• গ্রিনল্যান্ডে মারাত্মক হারে বরফ গলছে। তথ্য অনুযায়ী, গ্রিনল্যান্ডে এক দিনে প্রায় ১১ বিলিয়ন টন বরফ গলে যায় এবং গোটা জুলাই মাসে ১৯৭ বিলিয়ন মেট্রিক টন বরফ গলে গিয়েছিল।
• তিন বছর আগে বাংলাদেশের হোলি আর্টিজান ক্যাফের জঙ্গি হামলায় খাগড়াগড় বিস্ফোরণের চক্রী হাতকাটা নাসিরুল্লা-সহ ৭ জনকে ফাঁসির নির্দেশ দিল ঢাকার সন্ত্রাস-দমন আদালত।
সেপ্টেম্বর
• হারিকেন ডোরিয়ান আছড়ে পড়ল বাহামাজ় দ্বীপে। হাওয়ার গতি ছিল ১৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। ঝড়ের প্রায় তিন সপ্তাহ পরে আনুষ্ঠানিক ভাবে ৫২ জনের মৃত্যু এবং ১৩০০ জনের নিখোঁজ হওয়ার খবর মিলল।
• জ্যোতির্বিজ্ঞানীরা ঘোষণা করলেন, কে২-১৮বি নামে একটি ভিনগ্রহের বায়ুমণ্ডলে জলকণার সন্ধান পাওয়া গিয়েছে। পৃথিবী থেকে এটি ১২৪ আলোকবর্ষ দূরে অবস্থিত।
• রাগবি ইউনিয়ন বিশ্বকাপ শুরু হল জাপানে। ২ নভেম্বর ছিল ফাইনাল। ইংল্যান্ডের জাতীয় রাগবি ইউনিয়ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হল
সাউথ আফ্রিকা স্প্রিংবকস।
• বিশ্বের সবচেয়ে বড় এবং পুরনো ভ্রমণ সংস্থা টমাস কুক দেউলিয়া হয়ে গেল। এর কারণে বিশ্বজুড়ে বিপদে পড়লেন প্রায় ছ’লক্ষ পর্যটক।
• পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ-এর নেতৃত্বে কানাডার মন্ট্রিয়ল শহরে জলবায়ু সংক্রান্ত র্যালিতে হাঁটলেন প্রায় পাঁচ লক্ষ মানুষ। যোগ দিলেন সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো-ও। বিশ্বজুড়ে আরও অসংখ্য মানুষ যোগ দিলেন সেই প্রতিবাদে। (ছবি ৬)
অক্টোবর
• জাপানের ৫০০ বছরের পুরনো সুরি দুর্গের অনেকাংশ আগুনে নষ্ট হয়ে গেল। এটি একটি ইউনেসকো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট।
নভেম্বর
• ভেনিস শহরে ভয়াবহ বন্যার কারণে ইটালি সরকার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করল। (ছবি ৯)
• তাদের ক্লাউড গেমিং পরিষেবা স্টাডিয়া-কে হাতিয়ার করে ভিডিয়ো গেম-এর বাজারে প্রবেশ করল মার্কিন প্রযুক্তি সংস্থা গুগল।
• ২০১৬ সালে মালয়েশিয়ার মাত্র তিনটি সুমাত্রা গন্ডার জীবিত ছিল। একটি পুরুষ, নাম টাম ও দুটি মেয়ে, পুনটুং এবং ইমন। ২০১৭ সালে মারা যায় পুনটুং। টাম-এর মৃত্যু হয় এ বছরেরই মে মাসে। আর অবশিষ্ট ইমন মারা গেল নভেম্বরে। ইমনের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সুমাত্রা গন্ডার বিলুপ্ত হয়ে গেল মালয়েশিয়া থেকে। (ছবি ৮)
• পাপুয়া নিউগিনি থেকে নিজেদের আলাদা করে স্বাধীন রাষ্ট্র হওয়ার জন্য ভোট দিলেন বোগেনভিল দ্বীপের অধিবাসীরা।
• পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় মধ্যপ্রদেশে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল ছ’বছর আগের ব্যপম মামলায়। সাজা ঘোষণা হল এ বছর। ৩১ জন দোষী সাব্যস্তের মধ্যে এক জনের ১০ বছর, আর বাকিদের ৭ বছর করে জেল।
• শতাধিক আড়ি পাতার অভিযোগ মোদী সরকারের বিরুদ্ধে। ইজ়রায়েলি সংস্থাকে দিয়ে লোকসভা ভোটের আগে তাঁদের হোয়াটসঅ্যাপে নজরদারি চালানো হচ্ছিল বলে সুর চড়ালেন প্রিয়ঙ্কা-মমতা-প্রফুল্ল থেকে শুরু করে এক গুচ্ছ বিরোধী নেতা-নেত্রী। নজরবন্দি ‘শহুরে নকশাল’-ও। সুপ্রিম কোর্ট বলল, ‘হচ্ছেটা কী?’ কেন্দ্রের মুখে কুলুপ। ইজ়রায়েলি সংস্থাটি জানাল, কোনও সরকারি বরাত ছাড়া তারা আড়ি পাতে না।
• সরকারি নথি ‘চায়না কেবলস’ ফাঁসের জেরে বিপাকে বেজিং। ফাঁস হয়ে গেল কাশ্মীরের ‘মানবাধিকার লঙ্ঘনে’ সরব চিন কী ভাবে শিনজিয়াং প্রদেশে আটকে রেখেছে ১০ লক্ষ উইঘুরকে।
ডিসেম্বর
• রাষ্ট্রপুঞ্জের জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হল স্পেনের মাদ্রিদে।
• ডোপিং-এর কারণে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি রাশিয়াকে আন্তর্জাতিক খেলা থেকে নিষিদ্ধ ঘোষণা করল। এর ফলে রুশ খেলোয়াড়রা ২০২০-র টোকিয়ো গ্রীষ্মকালীন অলিম্পিক্স, ২০২২-এর বেজিং শীতকালীন অলিম্পিক্স
এবং ২০২২-এর কাতারের গ্রীষ্মকালীন অলিম্পিক্সে অংশ
নিতে পারবেন না।
• নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে হঠাৎ অগ্ন্যুৎপাতে মারা গেলেন ১৯ জন। আহত অন্তত ২৮। (ছবি ৪)
• ৩৪ বছর বয়সে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন সানা মারিন। এই প্রথম এত অল্প বয়সে কেউ এই পদে আসীন হলেন।
(ছবি ১০)
• দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন অমিতাভ বচ্চন। (ছবি ১১)
• ‘হাফ-সেঞ্চুরি’ করল পিএসএলভি। ৫০তম উৎক্ষেপণে সে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দিল ভারতের সরচেয়ে আধুনিক গুপ্তচর স্যাটেলাইট ‘রিস্যাট-২বিআর১’কে। (ছবি ১২)