ফাইল চিত্র।
কোভিডে আক্রান্ত হলেন ব্রিটেনের রানি এলিজাবেথ। তবে তাঁর উপসর্গ তীব্র নয়। উইন্ডলর প্রাসাদের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে তিনি হালকা কাজকর্মও করবেন বলে আশা করা হচ্ছে। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁদের পরামর্শ মতোই চলছেন। কোভিডে আক্রান্ত হলেন ব্রিটেনের রানি এলিজাবেথ। তবে তাঁর উপসর্গ তীব্র নয়। উইন্ডলর প্রাসাদের তরফে জানানো হয়েছে, আগামী সপ্তাহে তিনি হালকা কাজকর্মও করবেন বলে আশা করা হচ্ছে। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁদের পরামর্শ মতোই চলছেন।
গত সপ্তাহে ৯৫ বছরের রানি তাঁর পুত্র চার্লসের সংস্পর্শে আসেন। তিনিও গত সপ্তাহে কোভিডে আক্রান্ত হন। মনে করা হচ্ছে উইন্ডসর প্রাসাদে আরও অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছেন।
প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট করে রানির আরোগ্য কামনা করেছেন। প্রসঙ্গত এ মাসের ৬ তারিখ ব্রিটেনের সিংহাসনে তাঁর ৭০ বছর পূর্ণ করেছেন। এপ্রিল মাসেই তিনি ৯৬ বছরে পদার্পণ করবেন। গত বছর জানুয়ারি মাসে তিনি কোভিডের প্রথম টিকা নিয়েছিলেন।