গুয়াহাটি নয়, শিলচর থেকেই সবুজ পতাকা দেখিয়ে যাত্রিবাহী ট্রেন চালুর সঙ্কেত দেবেন রেল প্রতিমন্ত্রী মনোজ সিংহ। সঙ্গে থাকবেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
রেল দফতরের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অনিল সাকসেনা জানিয়েছেন, আগে গুয়াহাটি থেকে ওই ট্রেনের উদ্বোধনের কথা ছিল। আজ সিদ্ধান্ত বদলেছে। মন্ত্রী শুক্রবার রাতে দিল্লি থেকে কলকাতায় পৌঁছবেন। পর দিন ভোরের বিমান ধরে যাবেন শিলচরে। বেলা ১টায় উদ্বোধন করবেন ১৫ কামরার স্পেশাল ট্রেনের। তার মধ্যে দু’টি কামরা বাতানুকূল।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের জনসংযোগ অফিসার নৃপেন্দ্র ভট্টাচার্য গত কাল সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, শনিবার শিলচর পর্যন্ত ব্রডগেজ লাইনে যাত্রিবাহী ট্রেন চলবে। রেল প্রতিমন্ত্রী মনোজ সিংহ গুয়াহাটি থেকে বেলা ১১টায় সেটিকে ফ্ল্যাগ-অব করবেন।
গুয়াহাটি-শিলচর ৩৮১ কিলোমিটার দুরত্বে নতুন করে ট্রেন চালানোর জন্য যে ধরনের প্রস্তুতির প্রয়োজন, আজ স্টেশনগুলিতে তা দেখা যায়নি। বিশেষ করে ডিমা হাসাও জেলার ছোট স্টেশনগুলি থেকে কর্মীদের সরিয়ে অন্য জায়গায় কাজে লাগানো হয়েছে। ট্রেন চালানোর জন্য সব স্টেশনে কর্মী থাকা প্রয়োজন। সে ব্যবস্থা আজও হয়নি।
শিলচরের স্টেশন সুপার মোহনলাল চক্রবর্তী বলেন, ‘‘দু’দিন ধরে আমাদের তৈরি থাকতে বলা হচ্ছিল। আমরা তৈরি, ট্রেন চালাতে কোথাও কোনও সমস্যা হওয়ার কথা নয়। টিকিটও হাতে রয়েছে। বুকিং শুরুর নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করব।’’
এ ভাবে সবাইকে ধোঁয়াশায় রাখায় ক্ষুব্ধ শিলচরের কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, ‘‘গত কাল উত্তর-পূর্ব সীমান্ত রেলের নির্মাণ শাখার জেনারেল ম্যানেজারকে ফোন করে ব্যাপারটা জানতে চেয়েছিলাম। শনিবার উদ্বোধন হচ্ছে বলে তিনিই নিশ্চিত করেন।’’ সুস্মিতাদেবীর আক্ষেপ— ‘‘একটি জাতীয় প্রকল্পের উদ্বোধন হবে, স্থানীয় সাংসদের সঙ্গে কেউ কথাই বলছেন না।’’
সুস্মিতা দেবকে না জানালেও, মনোজ সিংহের সফরসূচি রাতে মোবাইলে-মোবাইলে ছড়িয়ে পড়ে। মন্ত্রকের স্পেশাল অফিসার আরভিপিএস মূর্তির সই করা সফরসূচিতে বলা হয়েছিল— দিল্লি থেকে সকাল ১০টায় মন্ত্রী মনোজ সিংহ গুয়াহাটি পৌঁছবেন। ১১টা থেকে ১২টার মধ্যে তিনি পতাকা নেড়ে গুয়াহাটি-শিলচর ট্রেন চালানোর সংকেত দেবেন। বিকেল ৩টেয় উত্তর-পূর্ব সীমান্ত রেলের নির্মাণ ও ওপেন লাইন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। মনোজবাবু রাত কাটাবেন গুয়াহাটিতে। রবিবার ১২টায় আগরতলা পৌঁছবেন। ব্রডগেজের কাজের অগ্রগতি পরিদর্শন করবেন।
উদ্বোধনের পরই ট্রেন চলাচল যেন বিঘ্নিত না হয় সে জন্য একই সময়ে গুয়াহাটি থেকে আরেকটি ট্রেন রওনা হবে। পরে প্রতিদিন রাত সাড়ে এগারোটায় ছাড়বে ০৫৬৯১ গুয়াহাটি-শিলচর স্পেশাল ট্রেন। শিলচর পৌঁছবে দুপুর ১টা ১০ মিনিটে। ০৫৬৯২ শিলচর-গুয়াহাটি স্পেশাল ভোর পাঁচটায় রওনা হবে। গুয়াহাটি পৌঁছবে ৫টা ১৫ মিনিটে। ৩৮১ কিলোমিটার দুরত্ব শিলচর আসার সময় গড় গতিবেগ থাকবে ২৮ কিমি, ফেরার সময় ৩১ কিমি।