ফের পুলিশ হেফাজতে জঙ্গি

ধৃত মাওবাদী ক্যাডার সিধু ওরাংকে ফের দু-দিনের জন্য নিজেদের হেফাজতে নিল পুলিশ। ২০ অগস্ট ভোরে কাটিগড়া থানার মেনামপুঞ্জিতে নির্মলা বিশ্বাস ও আমিরউদ্দিন আহমদের সঙ্গে চা জনগোষ্ঠীর তিন যুবকও ধরা পড়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শিলচর শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২০
Share:

ধৃত মাওবাদী ক্যাডার সিধু ওরাংকে ফের দু-দিনের জন্য নিজেদের হেফাজতে নিল পুলিশ। ২০ অগস্ট ভোরে কাটিগড়া থানার মেনামপুঞ্জিতে নির্মলা বিশ্বাস ও আমিরউদ্দিন আহমদের সঙ্গে চা জনগোষ্ঠীর তিন যুবকও ধরা পড়েছিল। তাদের মধ্যে সিধু বড়খলা থানার বালাছড়া এলাকার বাসিন্দা বলে পুলিশকে জানিয়েছিল। কিন্তু সেখানে গিয়ে তার বাড়ি খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসী জানিয়েছেন, ওই নামে তারা কাউকে চেনেন না।

Advertisement

পুলিশের সন্দেহ, সিধু কট্টর মাওবাদী। সম্ভবত অস্ত্রেরও প্রশিক্ষণ নিয়েছে। পুলিশকে তদন্তে বিভ্রান্ত করার জন্যই সে উল্টোপাল্টা ঠিকানা দিয়েছে। কাল তাকে সঙ্গে নিয়ে বাড়ি খুঁজতে বেরোতে পারে পুলিশ। সে জন্য তারা সিধুকে আরও ক-দিনের জন্য তাদের হেফাজতে চেয়ে আদালতে আর্জি জানিয়েছিলেন।

এ দিকে, নির্মলা ও আমিরকে দুই দফায় দশদিন জিজ্ঞাসাবাদের পর জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এনআইএ এবং পশ্চিমবঙ্গ সিআইডির একটি দলও সে-সময় একদিন তাদের জেরা করে। নির্মলা ওরফে বেলাদিকে নিয়ে যেতে পশ্চিমবঙ্গ পুলিশ ফের শিলচর আসতে পারে বলে অনুমান স্থানীয় পুলিশ কর্তাদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement