পাক-ভারত বাণিজ্য সম্পর্কে গতি

গত মাসে প্রধানমন্ত্রী পর্যায়ের শীর্ষ বৈঠকে দিশা তৈরি হয়েছিল। আজ সেই দিশা মেনে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য সম্পর্কের চাকা গড়াতে শুরু করল। ইসলামাবাদের বাণিজ্য প্রতিনিধি গোষ্ঠী ‘ট্রেড ডেভেলপমেন্ট অথরিটি অব পাকিস্তান’ তথা ‘টিডিএপি’-র একটি প্রতিনিধি দল আজ নয়াদিল্লিতে বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছে। পরে বণিকসভা ফিকিতে পাক হাই কমিশনার আব্দুল বশিতের উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করেন ওই বাণিজ্য গোষ্ঠীর কর্তারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ জুন ২০১৪ ০৪:১১
Share:

গত মাসে প্রধানমন্ত্রী পর্যায়ের শীর্ষ বৈঠকে দিশা তৈরি হয়েছিল। আজ সেই দিশা মেনে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য সম্পর্কের চাকা গড়াতে শুরু করল।

Advertisement

ইসলামাবাদের বাণিজ্য প্রতিনিধি গোষ্ঠী ‘ট্রেড ডেভেলপমেন্ট অথরিটি অব পাকিস্তান’ তথা ‘টিডিএপি’-র একটি প্রতিনিধি দল আজ নয়াদিল্লিতে বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছে। পরে বণিকসভা ফিকিতে পাক হাই কমিশনার আব্দুল বশিতের উপস্থিতিতে সাংবাদিক বৈঠক করেন ওই বাণিজ্য গোষ্ঠীর কর্তারা।

১১ থেকে ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের শতাধিক ব্র্যান্ডের পণ্য নিয়ে নয়াদিল্লিতে একটি মেগা প্রদর্শনী সংগঠিত হতে চলেছে। যার নাম ‘আলিশান পাকিস্তান’। সেই উপলক্ষে সে দেশের এক ঝাঁক বাণিজ্য ও শিল্পকর্তা আসবেন ভারতে। ফলে পুরোদস্তুর ভারত-পাকিস্তান বাণিজ্য সম্মেলনই হতে চলেছে।

Advertisement

শপথগ্রহণের পরের দিনই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বৈঠক করে এক বেনজির দৃষ্টান্ত গড়েছিলেন নরেন্দ্র মোদী। সেই সূত্র ধরেই দু’দেশের মধ্যে যে নতুন পথ চলা শুরু হয়েছে আজ তা কার্যত স্বীকার করে নিয়েছেন হাইকমিশনার বশিত। তাঁর কথায়, “আমার কোনও সন্দেহ নেই যে আচ্ছা দিন আ গ্যয়া হ্যায়!” টিডিএপি-র অন্যতম কর্তা এস এম মুনির জানিয়েছেন, দু’দেশের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব যে সুযোগ তৈরি করে দিয়েছেন, বাণিজ্য কর্তাদের উচিত এবার তাকে এগিয়ে নিয়ে যাওয়া। বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের আজকের বৈঠককেও ইতিবাচক হিসাবেই বর্ণনা করেছেন মুনির। তাঁর কথায়, “আমি গত চার-পাঁচ বছর ধরে ভারতে আসছি। কিন্তু এ বারের মত পরিবেশ আগে পাইনি। খুব শীঘ্রই আমাদের বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভারতে আসছে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement