ধর্ষণে অভিযুক্ত বলিউড গায়ক

ফের ধর্ষণের অভিযোগ উঠল আর এক বলিউড শিল্পীর বিরুদ্ধে। বান্ধবীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার হলেন বছর চব্বিশের গায়ক অঙ্কিত তিওয়ারি। তাঁর ভাই অঙ্কুর তিওয়ারিকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অভিযোগকারিণীকে খুনের হুমকি দেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০১৪ ০৩:০১
Share:

অঙ্কিত তিওয়ারি

ফের ধর্ষণের অভিযোগ উঠল আর এক বলিউড শিল্পীর বিরুদ্ধে। বান্ধবীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার হলেন বছর চব্বিশের গায়ক অঙ্কিত তিওয়ারি। তাঁর ভাই অঙ্কুর তিওয়ারিকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অভিযোগকারিণীকে খুনের হুমকি দেন তিনি।

Advertisement

কয়েক মাস আগেই ‘আশিকি-টু’ সিনেমায় অঙ্কিতের গাওয়া গান ‘শুন রাহা হ্যায় না তু’ বেশ জনপ্রিয় হয়েছিল। এই গানটির জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, বুধবার অঙ্কিতের বান্ধবী ভারসোভা থানায় অঙ্কিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁর বান্ধবীর বয়স ২৮। অভিযোগকারিণীর দাবি, ২০১২ সালে এক বন্ধুর মাধ্যমে অঙ্কিতের সঙ্গে আলাপ হয় তাঁর। গড়ে ওঠে সম্পর্ক। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে এক বছরেরও বেশি সময় ধরে ধর্ষণ করেন অঙ্কিত।

এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছে একাধিক বলিউড শিল্পীর বিরুদ্ধে। ২০০৯ সালের জুন মাসে পরিচারিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে অভিনেতা শাইনি আহুজার বিরুদ্ধে। গত মাসেই অভিযুক্ত হন আর এক বলিউড অভিনেতা ইন্দ্র কুমার। এখনও বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন তিনি।

Advertisement

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার আন্ধেরির আদালতে তোলা হয় অঙ্কিতকে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আরও কিছু দিন হেফাজতে চেয়েছে পুলিশ। ইতিমধ্যে অভিযোগকারিণীর মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে।

অঙ্কিত ও অঙ্কুরের আইনজীবী নাগেশ মিশ্র অবশ্য উড়িয়ে দিয়েছেন অভিযোগ। তাঁর বক্তব্য, “এক বছরেরও বেশি সময় ধরে মেয়েটি চুপ করে ছিল কেন?” তাঁর মক্কেলদের কাছ থেকে টাকা আদায় করাই অভিযোগকারিণীর উদ্দেশ্য বলে জানান তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement