Love Affair

বন্ধুর সঙ্গে গোপনে প্রেম প্রেমিকার, জানতে পেরে নিজেকে শেষ করলেন যুবক

পুলিশ সূত্রে খবর, প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেছিলেন ওই যুবক। তার পরই নিজেকে শেষ করেন তিনি। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ২১:০১
Share:

গলায় ফাঁস লাগিয়ে ওই যুবক নিজেকে শেষ করেছেন বলে দাবি পুলিশের। প্রতীকী ছবি।

বন্ধুর সঙ্গে গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন প্রেমিকা। এ কথা জানার পরই ভেঙে পড়েন এক যুবক। প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন। তার পরই নিজেকে শেষ করলেন ওই যুবক। ভুবনেশ্বরের লিঙ্গরাজ থানা এলাকার ঘটনা।

Advertisement

বৃহস্পতিবার নিজের ঘর থেকে ওই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। গাড়ি চালক হিসাবে কর্মরত ছিলেন ওই যুবক। এই অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই যুবকের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। যুবকের এক বন্ধুর সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ওই তরুণী। তাঁদের মধ্যে গোপন সম্পর্ক ছিল। এ কথা সম্প্রতি জানতে পারেন ওই যুবক।

প্রেমিকার ধোঁকায় ভেঙে পড়েন ওই যুবক। এর পরই প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলেন তিনি। তার পরই গলায় তোয়ালা জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। এমনটাই জানিয়েছে পুলিশ। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুবকের প্রেমিকার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি।

Advertisement

প্রেমিকার সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার সময় প্রেমিকের আত্মহত্যার ঘটনা আগেও প্রকাশ্যে এসেছে। ২০১৮ সালে বিহারের পটনায় হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কলে প্রেমিকার সঙ্গে কথা বলা সময় নিজেকে গুলি করেন এক যুবক। প্রেমিকা বিয়ের প্রস্তাব ফেরানোয় ফেসবুকে লাইভ করে নিজেকে শেষ করেন এক যুবক। ২০২২ সালে অসমের শিলচরে এই ঘটনা ঘটে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement