Surgery

Surgery: ইউটিউব দেখে লিঙ্গের অস্ত্রোপচার দুই ডাক্তারি পড়ুয়ার! মৃত্যু যুবকের

শ্রীকান্তের ইচ্ছা শোনার পর দুই পড়ুয়া তাঁকে বোঝান যে, খামোখা মুম্বইয়ে বিপুল টাকা দিয়ে অস্ত্রোপচার করাতে যাওয়া ঠিক হবে না। অস্ত্রোপচারের কাজ তাঁরা দু’জনে খুব কম খরচেই করে দেবেন। এবং অস্ত্রোপচারটা তাঁরাই করবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২২ ১৫:৩১
Share:

প্রতীকী ছবি।

লিঙ্গ পরিবর্তন করার ইচ্ছা ছিল তাঁর। ভেবেছিলেন মুম্বইয়ে গিয়ে অস্ত্রোপচার করাবেন। কিন্তু সামান্য বেতনের চাকুরের পক্ষে ওই টাকা জোগাড় করাও অসম্ভব ছিল। ঠিক এই সময়েই দুই ডাক্তারি পড়ুয়ার সঙ্গে পরিচয় হয় শ্রীকান্ত নামে ওই যুবকের। মাস্তান এবং জীবা নামে ওই দুই পড়ুয়ার কাছে শ্রীকান্ত তাঁর মনের ইচ্ছা প্রকাশ করেন। শুধু তাই নয়, মুম্বইয়ে তিনি যে যাওয়ার চিন্তাভাবনা করছেন সেটাও জানান।

Advertisement

শ্রীকান্তের ইচ্ছা শোনার পর দুই পড়ুয়া তাঁকে বোঝান যে, খামোখা মুম্বইয়ে বিপুল টাকা দিয়ে অস্ত্রোপচার করাতে যাওয়া ঠিক হবে না। অস্ত্রোপচারের কাজ তাঁরা দু’জনে খুব কম খরচেই করে দেবেন। এবং অস্ত্রোপচারটা তাঁরাই করবেন।

শ্রীকান্ত বাড়ি ভাড়া নিয়ে একাই থাকতেন। দুই ডাক্তারি পড়ুয়া এর পর একটি লজ ভাড়া করেন। সেখানে শ্রীকান্তকে নিয়ে যান। অস্ত্রোপচারের সরঞ্জামও নিয়ে আসেন। এর পর ইউটিউব দেখে শ্রীকান্তের অস্ত্রোপচার শুরু করেন। কিন্তু এর পরই বাধে বিপত্তি। শ্রীকান্তের শরীর থেকে বিপুল রক্তক্ষরণ হয়। সেই রক্ত বন্ধ করতে পারেননি ওই দুই পড়ুয়া। বেগতিক দেখে শ্রীকান্তকে ওই অবস্থায় লজে ছেড়ে পালান দু’জনে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রীকান্তের। ঘটনাটি অন্ধ্রপ্রদেশের নেল্লোরের।

Advertisement

লজের এক কর্মী শ্রীকান্তকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে মালিককে জানান। এর পর পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement