Crime

বিবাদের জেরে বন্ধুকে খুন করে দেহ নদীতে ফেললেন যুবক!

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। নদী থেকে উদ্ধার করা হয়েছে নিহত যুবকের দেহ। ঝগড়ার কারণে খুন বলে অনুমান পুলিশের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জুন ২০২৩ ১৮:৫৭
Share:

—প্রতীকী চিত্র।

বিবাদের জেরে বন্ধুকে খুন করে দেহ নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবককে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি রাজস্থানের কোটা এলাকার।

Advertisement

পুলিশ জানিয়েছে, কোটার মহাবীর নগর এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন সোহিত মিনা নামে ১৯ বছরের এক যুবক। ওই একই বহুতলে আলাদা ঘরে থাকতেন তাঁর বন্ধু পীযূষ রাঠৌড়। অভিযোগ, ঝগড়ার জেরে সোহিতকে খুন করেন পীযূষ।

গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন সোহিত। সে দিন সন্ধ্যায় সোহিতকে মুক্তি দেওয়ার জন্য ৫০ হাজার টাকার মুক্তিপণ চেয়ে হোয়াট্‌সঅ্যাপে একটি মেসেজ পান সোহিতের বোন। ওই মেসেজ পাওয়ার পরই মঙ্গলবার মহাবীর নগর থানায় অভিযোগ দায়ের করে সোহিতের পরিবার। শুরু হয় তদন্ত।

Advertisement

বিভিন্ন সিসিটিভি ক্যামেরা থেকে কমপক্ষে হাজারটি ফুটেজ খতিয়ে দেখে সোহিতের বন্ধু ১৯ বছরের পীযূষকে পাকড়াও করে পুলিশ। তাঁকে জেরা করতেই রহস্যভেদ হয়। জেরায় খুনের কথা পীযূষ স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ। সোহিতের দেহ ভারী পাথর দিয়ে বেঁধে আলনিয়া নদীতে ফেলেছেন বলে জানান পীযূষ। সেই মতো বুধবার তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। তার পরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement